মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » রাঙামাটি জেলা পরিষদের কলেজ ও বিদ্যালয়ে ফাইবার বোট প্রদান
রাঙামাটি জেলা পরিষদের কলেজ ও বিদ্যালয়ে ফাইবার বোট প্রদান
ষ্টাফ রিপোর্টার :: ২২ সেপ্টেম্বর : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হতে রাঙামাটির দুর্গম বরকল উপজেলার রাগীব রাবেয়া মহাবিদ্যালয়ে ১টি ও জুরাছড়ি উপজেলার পানছড়ি ভূবনজয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১টি মোট ২টি ইজ্ঞিনচালিত ফাইবার বোট বিতরণ করা হয়েছে ৷
মঙ্গলবার রাঙামাটির পাবলিক হেল্থ এলাকার জলযান ঘাটে বরকল উপজেলার রাগীব রাবেয়া মহাবিদ্যালয়ের প্রভাষক রাসেল চাকমা ও জুরাছড়ি উপজেলার পানছড়ি ভূবনজয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমার হাতে এ বোট দুটির চাবি হসত্মানত্মর করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ৷
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদরে সদস্য সবির চাকমা ও জ্ঞানেন্দু বিকাশ চাকমা, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, বরকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেনং রাখাইন উপস্থিত ছিলেন ৷
বোট বিতরণকালে চেয়ারম্যান বলেন, শিক্ষাক্ষেত্রে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ার প্রধান সমস্যা হলো দুর্গমতা এবং যোগাযোগ বিচ্ছিন্নতা ৷ এসব এলাকায় শিক্ষার্থীদের বাড়ী স্কুল থেকে অনেক দূরে হওয়ায় শিক্ষার্থীরা যথাসময়ে স্কুলে আসতে পারেনা ৷ তাই স্কুলে শিক্ষার্থীদের অনুপস্থিতির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ৷ দুর্গম এলাকার শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এই উদ্যোগ গ্রহণ করেছে ।
তিনি বলেন, এখানে অনেক এনজিও রয়েছে যারা শিক্ষা নিয়ে কাজ করে থাকে ৷ এসব এনজিও গুলোর বেশীর ভাগই দেখা যায় বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও পাঠদান করতে ৷ তিনি বলেন, পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়েও গুরুত্ব দিতে হবে ৷ শিক্ষার্থীদের এই সমস্যা দূরীকরণে সরকারের পাশাপাশি এনজিও, সমাজের বিত্তবান ও বিদ্যালয় পরিচালনা কমিটি যদি এগিয়ে আসে তাহলে শিক্ষাক্ষ ত্রে এ অঞ্চলের শিক্ষার্থীরা আরো অনেক দূর এগিয়ে যাবে ৷
আপলোড : ২২ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় রাত ৮.৩৩ মিঃ