বুধবার ● ১৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » লেখনির মাধ্যমে প্রতিভা অন্বেষণের চর্চা ধরে রাখতে হবে : কংজরী চৌধুরী
লেখনির মাধ্যমে প্রতিভা অন্বেষণের চর্চা ধরে রাখতে হবে : কংজরী চৌধুরী
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৫ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৫মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, লেখনির মাধ্যমে প্রতিভা অন্বেষণের চর্চা ধরে রাখতে হবে। পাবর্ত্য জনপদের লেখকদের বইয়ে স্থানীয়দের জীবন ধারণ,সংস্কৃতি,ঐতিহ্যসহ বিভিন্ন বিষয় উঠে আসছে।
তিনি বলেন, গুণীজনদের সম্মান করা না গেলে পাহাড়ে গুণীজনের সৃষ্টি হবে না।
আজ বুধবার খাগড়াছড়ি প্রেসক্লাব হলে সাংবাদিক প্রদীপ চৌধুরী সম্পাদিত ‘অক্ষর’, উন্নয়নকর্মী মথুরা বিকাশ ত্রিপুরা’র কাব্যগ্রন্থ ‘ উংবালে এ হু হু হু’ এবং চিংলামং চৌধুরী’র কাব্যগ্রন্থ ‘ আখ্যিং তাইংথা লাইংমা (সময়সেতু পথে)’-এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিন বইয়ের আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করা হয়েছে।
এসময় সভায় দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, পাজেপ সদস্য খগেশ্বর ত্রিপুরা, সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম, লেখক মথুরা বিকাশ ত্রিপুরা ও অংসুই মারমাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।