বুধবার ● ১৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জনদুর্ভোগ » সিলেট খাদিম নগর সড়কেল বেহাল দশা
সিলেট খাদিম নগর সড়কেল বেহাল দশা
সিলেট প্রতিনিধি :: (৫ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২১মি.) সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের আওতাধীন গাজী বোরহান উদ্দিন সড়ক’র পীরেরচক থেকে মুরাদপুর বাজার পর্যন্ত ১ কিলোমিটার জায়গা দীর্ঘ ২ বছর ধরে যানবাহন ও জনসাধারনের যাত্রী চলাচলের অনুপযোগী।
কানাইঘাট, গোলাপগঞ্জ ও শাহপরান (র.) থানার প্রায় ৮০-৯০টি গ্রামের জনসাধারনের একমাত্র যাতায়াতের মাধ্যম। এছাড়াও ১৭ পদাতিক ডিভিশনের ক্যান্টনমেন্টের সেনাবাহিনী সদস্যরা চলাচলের জন্য এ সড়কটি ব্যবহার করে থাকেন। গুরুত্বপূর্ণ সড়কটির করুন ও বেহাল দশায় চরম দুর্ভোগে যানবাহনের যাত্রী ও পথচারীরা।
দুর্ভোগরত জনসাধারন জানান, সিলেট শহরের সাথে যোগাযোগের জন্য আমাদের একমাত্র সড়কটি দীর্ঘ দিন থেকে চলাচলের অনুপযোগী, কোন সংস্কারও করা হয়নি দীর্ঘদিন থেকে। এতে সাধারণ মানুষ চরম ভুগান্তির শিকার হচ্ছেন।
বিশেষ করে ইমার্জেন্সি কাজে কিংবা রোগীদের নিয়ে বিপাকে পড়তে হয় স্বজনদের। একটু বৃষ্টিতে হাঁটু সমান পানি জমে যাওয়ার কারণে গাড়ি নিয়ে চালকদের পড়তে হয় সমস্যায়।বহুদিন থেকে গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। এরপরও সড়কটি মেরামত না করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
দেশে আওয়ামীলীগ সরকার ব্যাপক উন্নয়ন করলেও বিভিন্ন জায়গায় এরকম ছোটখাটো সমস্যার কারণে সরকারের বিরুদ্ধে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে বলেও মনে করছেন অনেকেই। এছাড়াও বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী বর্ষীয়ান রাজনৈতিক সিলেট ১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আবুল মাল আব্দুল মুহিতের নির্বাচনী এলাকাও এটি।
আব্দুল মাল আব্দুল মুহিতের নির্বাচনী এলাকার এ গুরুত্বপুর্ন রাস্তাটি সংস্কার না হওয়ার ফলে আগামী নির্বাচনে পড়তে পারে এর বিরুপ প্রভাব। তাই সড়কটি সংস্কারের জন্য যথাযত ব্যবস্থার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন উক্ত রাস্তা দিয়ে চলাচলরত যাত্রীসহ সাধারন পথচারীরা।