বুধবার ● ১৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পাহাড়ে সম্প্রীতি আর উন্নয়নে অদ্বিতীয় আওয়ামীলীগ
পাহাড়ে সম্প্রীতি আর উন্নয়নে অদ্বিতীয় আওয়ামীলীগ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৫ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৬মি.) খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এবং তরুণ রাজনীতিক জুয়েল ত্রিপুরা বলেছেন, পাহাড়ে সম্প্রীতি আর উন্নয়নে অদ্বিতীয় আওয়ামীলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যার ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ দুই দশকের সংঘাত থেমেছে। ঐতিহাসিক শান্তিচুক্তি’র মাধ্যমে সহাবস্থান, অর্থনৈতিক কর্মকান্ড, মানুষের জীবনমান সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাই আগামী নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনার প্রার্থীকেই আমাদের বেছে নিতে হবে।
তিনি আজ বুধবার রামগড় উপজেলা মানিকচন্দ্র পাড়া মাঠে পিলাক বৈসু উদযাপন পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, রামগড় উপজেলা শাখার সভাপতি ধীমান ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ-সদর উপজেলার কমিটির সভাপতি কাজল বরণ ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিপ্লব ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম’র কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবাশীষ ত্রিপুরাসহ স্থানীয় হেডম্যান-কার্বারী ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জুয়েল ত্রিপুরা এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে আগামী অর্থ বছরে ২ কিলোমিটার নতুন রাস্তা ব্রিক সলিং এবং নারায়ণ মন্দিরের নতুন ভবন নির্মাণের ঘোষণা দেন। এসময় তিনি জেলা পরিষদ’র পক্ষ থেকে নগদ ত্রিশ হাজার টাকা ও বৈসু’র বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।