শুক্রবার ● ২০ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » জীবনের ঝুঁকি নিয়ে ওঠা-নামা করছে আহসানগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রীরা
জীবনের ঝুঁকি নিয়ে ওঠা-নামা করছে আহসানগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রীরা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (৭ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৯মি.) নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরম থেকে ট্রেনের উচ্চতা বেশি হওয়ায় প্রতিনিয়ত ট্রেনের বেশ কয়েকটি বগি প্লাটফরমের বাইরে থেকে যায়। যার ফলে এসব বগিতে অবস্থানরত যাত্রীদের আহসানগঞ্জ স্টেশনে অবতরণ খুবই দুর্ভোগের শিকার হতে হয়। বিশেষ করে মহিলা ও শিশু যাত্রীরা অনেকটা জীবরেনর ঝুঁকি নিয়ে ট্রেন থেকে অবতরণ করেন।
নওগাঁ জেলার এক মাত্র বৃহৎ রেলওয়ে স্টেশন আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। এ স্টেশনে ঢাকাগামী নীলসাগর আন্তনগর ট্রেনসহ প্রায় পাঁচটি আন্তনগর ট্রেনের স্টপেজ রয়েছে। এসব ট্রেনে প্রতিদিন শত শত যাত্রী রাজধানী ঢাকা ও বিভাগীয় শহর রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। তেমনিভাবে দেশের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীরাও এ স্টেশনে ট্রেন থেকে অবতরণ করেন।
ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে সরকারের প্রতি মাসে লাখ লাখ টাকা রাজস্ব আয় হলেও এ স্টেশনের প্লাটফরম উন্নয়নে কর্তৃপক্ষের নেই কোন সুদৃষ্টি। এমন কি কোন ভ’মিকায় রাখছেন না। ফলে নানা দুর্ভোগ আর দুর্দশার মধ্যদিয়েই এ স্টেশন থেকে ট্রেন যাত্রীদেও বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। যেহেতু যাত্রী সাধারনের যাতায়াতের জন্য ট্রেনের বগি বৃদ্ধি করতে হয়। তাই আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের সেই মান্ধাতার আমলের সেই প্লাটফরমটি বড় ও সংস্কার করা বিশেষ প্রয়োজন বলে মনেকরছেন উপজেলার সচেতন মহল।
ট্রেন যাত্রী নিশাত আনজুমানের সাথে এ ব্যাপারে কথা বললে তিনি বলেন, আমি নীলসাগর ট্রেনে ঢাকা থেকে এসেছি। আহসানগঞ্জ স্টেশনে নামার সময় দেখি আমার বগি প্লাটফরমের বাইরে রয়েছে। আমি মেয়ে মানুষ কিভাবে এতো উঁচু থেকে নামবো? যায় হোক অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে ঝুলতে ঝুলতে নামলাম।
এ ব্যাপারে রুবেল মোবাইল সার্ভিস সেন্টারের মালিক মো. রুবেল বলেন, এখন প্রতিনিয়ত আন্তনগর ট্রেনগুলোর মধ্য হতে বিশেষ করে নীল সাগর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন প্লাটফরম থেকে অনেক বড় হয়। এ কারণে আমরা দেখি অনেক যাত্রী খুবই কষ্ট করে ট্রেন থেকে ওঠা নামা করে আবার অনেক সময় অনেকে মাটিতে পড়েও যায়।
এ ব্যাপারে রেলওয়ে স্টেশন মাস্টার মো. ছাইফুল ইসলাম জানান, যাত্রীর চাহিদার উপর ভিত্তি করে ট্রেনের বগি অনেক সময় বাড়াতে হয়। তারপরও আমাদের আহসানগঞ্জ প্লাটফরমটি সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এটি সংস্কার ও আকারে বড় হলে আর সমস্যা থাকবে না।