শুক্রবার ● ২০ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জাতীয় » প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারী সমাজকে সম্মানীত করেছেন : শিল্পমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারী সমাজকে সম্মানীত করেছেন : শিল্পমন্ত্রী
ঝালকাঠি প্রতিনিধি :: (৭ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৮মি.) শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের নারী সমাজকে সর্ব প্রথম সম্মানীত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে ভর্তি কিংবা চাকরীতে শুধু মাত্র বাবার নাম লেখা হত। এখন বাবার সাথে মায়ের নামও বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠি নারী সমাজ। তার ওপর দেশের নারীরা অশিক্ষা ও কুসংস্কারের কারণে বেশি অবহেলিত। শেখ হাসিনা ৯৬ সালে ক্ষমতায় আসার আগে কোর্টে মহিলা জজ কিংবা সচিবালয়ে কোনো মহিলা সচিব ছিলেন না, তাই নারী সমাজকে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম এসকল স্থানে নারীদের নিয়োগ দিয়ে সম্মানীত করেছেন।
আজ শুক্রবার দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যেগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক হোসনে আরা মান্নানের সভাপতিত্বে কর্মী সভায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহামুদা বেগম কৃক ও জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক শারমীন মৌসুমি কেকা প্রমূখ বক্তব্য রাখেন।
কর্মী সভায় জেলা মহিলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।