রবিবার ● ২২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » অপহৃত ৩ বাঙ্গালী উদ্ধারে ব্যর্থ হলে কাল সোমবার হরতাল
অপহৃত ৩ বাঙ্গালী উদ্ধারে ব্যর্থ হলে কাল সোমবার হরতাল
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৭মি.) পার্বত্য খাগড়াছড়ি জেলাধীন মহালছড়ি উপজেলার মাইসছড়িতে গাছ কিনতে গিয়ে ট্রাক চালক,ব্যবসায়ীসহ অপহৃত ৩ বাঙ্গালীকে উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে অপহৃতদের পরিবার ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।
গত শুক্রবার বিকেলে খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তাদের অক্ষত ও জীবিত উদ্ধারের দাবীতে আজ রবিবার পর্যন্ত আল্টিমেটাম দিয়ে অপহৃতদের উদ্ধারে প্রশাসন ব্যর্থ হলে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ আগামী কাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসুচী পালন করবে। একটি লিখিত বক্তব্য পাঠ করে, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি লোকমান হোসেন এই ঘোষনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, অপহৃত বাহার মিয়ার স্ত্রী তোহোরা বেগম, সালা উদ্দিনের ছোট ভাই নুর উদ্দিন,মহরম আলীর ভগ্নিপতি দোলোয়ার হোসেন, পিবিসিপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা সভাপতি রবিউল হোসেন ও পৌর আহবায়ক জালাল আহম্মদ প্রমূখ।
সংবাদ সম্মেলন অপহৃতদের পরিবার অভিযোগ করেন, অপহরণকারীদের দাবীকৃত মুক্তিপণ দেওয়ার পরও এখনো তাদের মুক্তি দেওয়া হয়নি। অপহৃতদের জীবিত ও অক্ষতাবস্থায় উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তাদের পরিবার।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকায় কাঠ কিনতে গিয়ে নিখোঁজ হন মাটিরাঙ্গা উপজেলার তিন বাঙ্গালী। নিখোঁজের ৫ দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত তাদের কোন সন্ধান মেলেনি।