রবিবার ● ২২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » নারী সাংবাদিকের উপর হামলা অশনি সংকেত
নারী সাংবাদিকের উপর হামলা অশনি সংকেত
চট্টগ্রাম প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৩মি.) দৈনিক প্রথম আলো পত্রিকার বোয়ালখালী উপজেলা প্রতিনিধি কাজী আয়েশা ফারজানা সম্প্রতি বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে পেশাগত দায়িত্ব পালনকালে লাঞ্চনার শিকার হন। এর প্রতিবাদে গতকাল ২১ এপ্রিল শনিবার দুপুর ২টায় চট্টগ্রাম নগরীর ৪০ মোমিন রোডস্থ চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সামনে সংগঠনের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। একজন সাংবাদিক জাতির কাঙ্গিত উন্নয়ন ও সফলতায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দুঃখজনক হলেও সত্য দেশের মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিক বান্ধব হওয়ার পরও কিছু স্বার্থান্বেষী মহল হীনস্বার্থ চরিতার্থ করার মানসে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতন চালিয়ে আসছে। তারই অংশ বোয়ালখালী উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলোর প্রতিনিধি আয়েশা ফারজানাকে লাঞ্চনা ও নির্যাতন।
বক্তারা আরো বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে কাজী আয়েশা ফারজানার উপর নির্যাতনকারী ব্যক্তি প্রকাশ্যে ক্ষমা না চাইলে অনলাইন সাংবাদিকদের সমন্বয়ে বাসাবাড়ি ঘেরাও সহ কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারী উচ্চারণ করেন।
প্রতিবাদ সভা ও মানববন্ধনে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক স.ম জিয়াউর রহমানের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সুরঞ্জিত দাশ শুনু, দৈনিক বায়োজিদের প্রকাশক হাবিবুর রহমান, দৈনিক ইনফো বাংলার সহযোগী সম্পাদক অধ্যক্ষ ডা. দুলাল কান্তি চৌধুরী, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উপ-অর্থ সম্পাদক রূপন দত্ত, উপ-প্রচার সম্পাদক রাজীব চক্রবর্ত্তী, অনলাইন বি কে টিভি’র চেয়ারম্যান গোলাম মোস্তফা তালুকদার, অনলাইন সৃষ্টি টিভি’র চেয়ারম্যান সুমন চক্রবর্ত্তী, সাংবাদিক মো. ফিরোজ, সিটিজি পোস্টের ব্যবস্থাপনা সম্পাদক জামাল উদ্দিন, সকালের আলো’র চট্টগ্রাম ব্যুরো প্রধান কুতুব উদ্দিন রাজু, অনলাইন সাংবাদিক শুক্লা আচর্য্য, সাংবাদিক আব্দুর রাজ্জাক ও সাংবাদিক এইচ এম মোবিন সিকদার প্রমুখ।