রবিবার ● ২২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে ইউপিডিএফ সংগঠকের লাশ উদ্ধার
পানছড়িতে ইউপিডিএফ সংগঠকের লাশ উদ্ধার
পানছড়ি প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৮মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (পিসিজেএসএস-সংস্কারপন্থি)‘র গুলিতে পার্বত্য চুক্তি বিরোধি ইউনাইট্রেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসীত) গ্রুপের সংগঠক কাতাং ত্রিপুরা (৪০) এর লাশ উদ্ধার করেছে আইন শৃংখল্যা বাহিনী। আজ ২২এপ্রিল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাদশা কুমার কার্বারীর বাড়ির পাশ্বের মন্দিরের কাছ থেকে এই লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের খবর নিশ্চিত করে পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করা হবে।
প্রসঙ্গত, আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মরাটিলায় পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (পিসিজেএসএস-সংস্কারপন্থি-এনএম লারমা) গ্রুপের হামলায় ইউপিডিএফ’র পানছড়ি উপজেলা শাখার সংগঠক কাতাং ত্রিপুরা নিহত হয় এবং পথচারী অনন্ত ত্রিপুরা (২৯) নামে অপর একজন আহত হয়। পরে এলাকাবাসী কাতাং ত্রিপুরাকে জঙ্গলে লুকিয়ে রাখে। কিন্তু আইন শৃংখল্যা বাহিনীর ব্যাপক তল্লাশীর মুখে লাশ বের করে দিতে বাধ্য হয়।