সোমবার ● ২৩ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে পাহাড় ধস নিয়ে সতর্কতামূলক কর্মশালা
খাগড়াছড়িতে পাহাড় ধস নিয়ে সতর্কতামূলক কর্মশালা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৬মি.) পাহাড় ধস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও আগাম সতর্কতামূলক কার্যক্রম সম্পর্কিত বিষয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। আজ সোমবার সকালে খাগড়াছড়ি টাউন হলে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজিত ও জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত সরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক অতিরিক্ত সচিব আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. ইউছুপ আলী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিন ও সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরাসহ সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে পাহাড় ধস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও আগাম সতর্কতামূলক কার্যক্রম সম্পর্কিত বিষয় নিয়ে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের শাপলা চত্বর ঘুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে কর্মশালায় মিলিত হয়।