মঙ্গলবার ● ২৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » বরগুনা » অবশেষে সাপের কামড়ে প্রাণ গেলো এক কলেজ ছাত্রের
অবশেষে সাপের কামড়ে প্রাণ গেলো এক কলেজ ছাত্রের
বরগুনা প্রতিনিধি :: (১১ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২১মি.) বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়ানের ছোট মোকামিয়া গ্রামের শ্রী ধীনাই (৬৫) পান বিক্রেতা এর ৪ সন্তানের মধ্যে ছোট ছেলে গোপাল (২৩)। বরিশাল বিএম কলেজের অর্নাস ৩য় বর্ষের মেধাবী ছাত্র ছিলেন।
পারিবারিক সুত্রে জানাযায়, গতকাল ২৩ এপ্রিল সোমবার গোপাল ও তার চাচতো ভাই সুমন সন্ধা থেকে কালিবাড়ি মন্দির নামক স্থানে বসে গল্প করছিল রাত ৮ টার দিকে গল্প করে সুমন চলে যায় গোপাল ও তাদের বাড়ির দিকে রওয়ানা দেন। একটু সামনে এসে বিমল একটি বাস জারের নিচে প্রসাব করতে বসলে হঠাৎ বিমলের পায়ে এক (জা’ইত) সাপের ছোবল মৃত্যূ হয় গোপালের সাপকে দেখে চিৎকার দিলে গায়ের গেঞ্জি ছিরে পা বাধে পাশের বাড়ি দৌড়ে গিয়ে বিমল সব ঘটনা খুলে বলে। ১০ মিনিট পরে বিমল বমি করে জ্ঞান হারায়।
গোপালের স্বজনদের সংবাদ দেবার পরে সবাই এসে গোপালকে বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অনুমানিক ৯ টার দিকে গোপালের প্রান যায় বলে ধারনা করা হচ্ছে। ছোট সন্তানকে হারিয়ে পিতা মাতার আহাজারিতে এলাকায় শোকের মাতাম নেমে এসেছে।