মঙ্গলবার ● ২৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ব্যবহৃত সরঞ্জামসহ সাড়ে তিনশত গুলি উদ্ধার : আটক- ১
খাগড়াছড়িতে ব্যবহৃত সরঞ্জামসহ সাড়ে তিনশত গুলি উদ্ধার : আটক- ১
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১১ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৯মি.) খাগড়াছড়ি জেলার দীঘিনালায় পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ই্উনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র আস্তানা থেকে সাড়ে তিনশত গুলি ও ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদী উ্দ্ধার করেছে সেনাবাহিনী।
গতকাল সোমবার বেলা ১২টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের কৃপাপুর এলাকা থেকে এসব গুলি ও ব্যবহ্রত সরঞ্জামাদী উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। আটক যুবকের নাম সুপ্রিয় চাকমা (১৮)।
জানাযায়, সোমবার দুপুরে উপজেলার কৃপাপুর এলাকায় ই্উনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)এর সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে কৃপাপুর ও আশেপাশের এলাকায় অভিযান চালায় দীঘিনালা জোনের সেনাবাহিনী।
এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে কৃপাপুর এলাকায় ইউপিডিএফ নেতা প্রীতি বিকাশ চাকমার বাড়িতে তল্লাশী চালিয়ে মাটির নিচে প্লাস্টিকের বৈয়ামে সংরক্ষিত এলএমজি গুলি ১শত ৫৬টি, এমজি গুলি ৯০টি, নাইন এমএম গুলি ১ শত ৪টি উদ্ধার করা হয়।
এসময় পাশ্ববর্তী কামিনি রঞ্জন চাকমার বাড়ি তল্লাশী করে তার বাড়ি থেকে ওয়ারল্যাস সেটের এ্যান্টেনা ৩টি, ইন্ডিয়ান মোবাইল সীম ৬টি, মাষ্টার কার্ড এবং একটি মোবাইলসহ ৭টি বিপ্লবী বই উদ্ধার করা হয়। কামিনি রঞ্জন চাকমা উপজেলার শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এসময় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম সুপ্রিয় চাকমা(১৮)।
এব্যাপারে দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফেরদৌস জিয়া উদ্দীন মাহমুদ জানান, অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদ পেয়েই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাড়ে তিনশত গুলিসহ তাদের বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করা হয়। তিনি আরো জানান, প্রীতি বিকাশ চাকমা একজন চিকিৎসক। সে ইউপিডিএফ’র স্বসস্ত্র্র গ্রুপের আহত ব্যাক্তিদের চিকিৎসা দিয়ে থাকে।