বুধবার ● ২৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে দিহান হত্যাকান্ডের প্রধান আসামিসহ গ্রেফতার-৩
ময়মনসিংহে দিহান হত্যাকান্ডের প্রধান আসামিসহ গ্রেফতার-৩
ময়মনসিংহ অফিস :: (১২ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৩৪মি.) ময়মনসিংহ নগরীতে দেড় বছর আগে হোমিওপ্যাথিক কলেজের ভেতরে রবিন নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা মামলার প্রধান আসামি দিহান (২০) কে পূর্ব শত্রুতার জেরধরে ছুরিকাঘাতে হত্যার ১০ দিনপর ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে প্রধান আসামি শামীমসহ ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
গতকাল মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান আশিক এ সত্যতা নিশ্চিত করে জানান, ডিবিতে মামলা আসার ২৪ ঘন্টা মধ্যে এবং দিহান হত্যাকান্ডের ১০ দিনপর সোমবার রাতে ঈশ্বরগঞ্জ উপজেলার চরভুলার আলগী এলাকা থেকে প্রধান আসামি শামীমসহ ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। অন্য আসামিরা হলেন, সুজন ও মিজানুর রহমান হৃদয়।
তিনি আরও জানান, আসামিরা প্রাথমিকভাবে দিহানকে হত্যার কথা স্বীকার করেছেন। প্রধান আসামি শামীমকে ১৬৪ ধারা জবানবন্দির জন্য, সুজন ও হৃদয়কে ৭ দিনের রিমান্ড আবেদন করে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, গত শনিবার (১৪ এপ্রিল) রাতে ময়মনসিংহ নগরীর শেওরা মুন্সিবাড়ী এলাকার সালাম মিয়ার ছেলে মো. দিহান (২২) কে নগরীতে পূর্ব শত্রুতার জেরধরে ছুরিকাঘাত করে হত্যা করে দূর্বৃত্তরা। পরে রবিবার (১৫ এপ্রিল) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর পারিবারিকভাবে দাফন করা হয়।
এদিকে নিহতের বাবা সালাম অভিযোগ করে বলেন, নগরীর ধোপাখোলা হিন্দুপল্লী এলাকার শামীম, সুজন, আকাশ, হৃদয় ও রাব্বীর সাথে দিহানের পূর্ব শত্রুতা ছিল। এরই জেরধরে শনিবার রাত সাড়ে ৭ টার দিকে ময়মনসিংহ হোমিওপ্যাথিক কলেজের সামনে দিহানকে ডেকে এনে শামীমসহ সবাই মারধর করতে থাকে। পরে তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে একপর্যায়ে তারা দিহানকে ছুরিকাঘাত করে পলিয়ে যায়।
অপরদিকে কোতুয়ালী মডেল থানার ওসি মাহমুদুল হাসান জানান, গত দেড়বছর আগে ময়মনসিংহ হোমিওপ্যাথিক কলেজের ভেতরে রবিন নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা মামলার প্রধান আসামি ছিলেন দিহান। এরই জেরধরেই এ হত্যাকান্ডটি ঘটেছে। নিহতের বাবা সালাম মিয়া ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।