সোমবার ● ১৪ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের জন্য দুইটি গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হবে : প্রতিমন্ত্রী তারানা হালিম
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের জন্য দুইটি গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হবে : প্রতিমন্ত্রী তারানা হালিম
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের জন্য চুক্তি স্বাক্ষরের পর প্রাথমিক কাজ হিসেবে গাজীপুর ও বেতবুনিয়ায় দুইটি গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হবে৷
২০১৭ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে উত্ক্ষেপন করা হবে৷ সে লক্ষ্য নিয়েই আমরা এগুচ্ছি৷
প্রতিমন্ত্রী ১৩ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর নলজানী এলাকায় টেলিযোগাযোগ স্টাফ কলেজ ক্যাম্পাসে গ্রাউন্ড স্টেশন স্থাপন এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন৷
এসময় বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক জিএফএ চৌধুরী, টেলিকম স্টাফ কলেজের পরিচালক মো. শাহজাহান আলী, বিটিসিএল-এর বিভাগীয় প্রকৌশলী মো. সাজ্জাদ বিন মোসত্মাইনুর রহমান প্রমুখ তার সঙ্গে উপস্থিত ছিলেন৷
প্রতিমন্ত্রী বলেন, টেলিটক পোস্ট অফিসগুলোতে একটি কক্ষকে কম্পিউটারসহ আধুনিকায়ন করে উন্নত সার্ভিস সেন্টার স্থাপন করবে৷ এতে দুইটি প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার মাধ্যমে লাভবান হবে৷
টেলিটকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক কম, টাওয়ার কম ও মূলধন কম৷ আগামী ৩-৪ মাসের মধ্যে নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন করা হবে৷ তখন টেলিটকের নেটওয়ার্কের সমস্যাও লাঘব হবে৷
তিনি আরো বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর যতগুলো কাজ হাতে নিয়েছি, তারমধ্যে অন্যতম হলো টেলিটককে শক্তিশালীকরণ৷ ইতোমধ্যে টেলিটকের ২জি শক্তিশালীকরণ ও ৩জি সমপ্রসারণকরণ প্রকল্প হাতে নিয়েছি৷ এর মাধ্যমে উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যনত্ম নেটওয়ার্ক সমপ্রসারণ করতে সক্ষম হবো৷
আপলোড : ১৪ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.৫৫ মিঃ