বৃহস্পতিবার ● ২৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাহাড়ের পাদদেশে অবৈধ বসবাসকারীরাই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারাচ্ছে : রাঙামাটি জেলা প্রশাসক
পাহাড়ের পাদদেশে অবৈধ বসবাসকারীরাই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারাচ্ছে : রাঙামাটি জেলা প্রশাসক
ষ্টাফ রিপোর্টার :: (১৩ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩১মি.) অবৈধভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীরাই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারাচ্ছে বলেছেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। আজ ২৬ এপ্রিল বৃহষ্পতিবার বিকালে রাঙামাটি টিভি উপকেন্দ্রের পিছনে রুপ নগর, পশ্বিম মুসলিম পাড়া, নতুন পাড়া, শিমুলতলী এলাকার জনসাধারনের সাথে রাঙামাটি জেলা প্রশাসন আয়োজিত পাহাড় ধ্বস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা মূলক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, একশ্রেণীর টাউট বাটপার সরকারী ভুমি নিজের দখলীয় জায়গা দাবী করে সাদা কাগজে দখল স্বত্ত্ব বিক্রি করার কথা বলে স্বল্প আয়ের মানুষদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, এসব ভুমি দস্যুরা দেশ ও জাতির শত্রু। তিনি বলেন, আপনারা এবং গণমাধ্যম কর্মীরা আরো সচেতন হয়ে এসব অপরাধীদের তথ্য জেলা প্রশাসনের কাছে দিন, আমরা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এদের জেল হাজতে প্রেরণ করলে এসব ভুমি দস্যুদের অপতৎপরতা কমে আসবে।
মত বিনিময় সভায় রুপ নগর, পশ্বিম মুসলিম পাড়া, নতুন পাড়া, শিমুল তলী এলাকার সমাজ প্রধানরা আসন্ন বর্ষা মৌসুমে জেলা প্রশাসন থেকে আবহাওয়া বার্তা পাওয়ার সাথে সাথে নিরাপদ স্থানে সরে যাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ মত প্রকাশ করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল, রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ পরিচালক দিদারুল আলম, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রনজিৎ কুমার পালিত, রাঙামাটি পৌরসভা মেয়র এর প্রতিনিধি ৯ নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন টিটু, ৬ নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর রবি চন্দ্র চাকমা, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাঙামাটি রোভার স্কাউট এর নূরুল আবছার ও উল্লেখিত এলাকা সমূহের ঝুঁকিপূর্ণভাবে এলাকায় বসবাসকারী নারী পুরুষরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে পাহাড় ধ্বসের জন্য ঝুকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত ও বসবাস করা নিষেধ এধরনের ৬ টি স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা মূলক বিজ্ঞপ্তি লেখা সাইন বোর্ড লাগিয়ে সম্ভাব্য ভুমিধ্বস পূর্ণ এলাকাগুলি ঘুরে ঝুঁকিপূর্ণ এলাকাবাসীদের নিরাপদ এলাকায় সরে যাওয়ার পরামর্শ দিয়ে আসন্ন বর্ষা মৌসুমে প্রাণহানীর মত মারাত্মক দুর্ঘটনা এড়াতে সকলকে সতর্ক থাকার আহবান জানান জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।
পরে পাহাড় কাটা, পাহাড়ে অবৈধ বসবাসকারী, ঝুকিপূর্ণ জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে এবং পাহাড় ধ্বস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাল বেশাখী ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাতসহ দুর্যোগের পূর্বাবাস জানার জন্য যেকোন মোবাইল থেকে ১০৯০ নম্বরে ডায়াল করার আহবানসহ নির্দেশনামূলক প্রচারপত্র বিতরণ করেন।
প্রচারপত্রে দুর্যোগকালীন জরুরী সহায়তার জন্য রাঙামাটি জেলা প্রশসনের ০১৭০০৭১৬৬৯৩, হাসপাতাল-০১৭৩০৩২৪৭৭৫, পুলিশ-০১৭৬৯০৫৮২২৬, ফায়ার সার্ভিস-০১৮২০৩২৬২০০, ০৩৫১৬২২২০ এবং রেড ক্রিসেন্ট ০১৫৫৬৫৪০৮৪৫ নম্বরে ডায়াল করার ও পরামর্শ দেওয়া হয়।