মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » সাংবাদিক স্বস্ত্রীক ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক
সাংবাদিক স্বস্ত্রীক ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক
চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিসারীঘাট মেরিনার্স রোড এলাকা থেকে ৪০ হাজার ইয়াবা ও ১ লাখ ১০ হাজান নগদ টাকাসহ স্ত্রীসহ কক্সবাজার জেলার জিটিভি করেসপন্টেড, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সদস্য ও স্থানীয় পত্রিকা আজকের কক্সবাজার বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক মো. সেলিমকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। ১৪ ডিসেম্বর সোমবার দুপুর ১২টার দিকে তাকে এবং তার স্ত্রীকে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করা হয়। আটকদের নাম মো. সেলিম (৩২) এবং তার স্ত্রী মুন্নি আক্তার (২৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রোর সহকারী পলিচালক মো. আলী আসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার ফিসারীঘাট মেরিনার্স রোড এলাকায় ফিরিঙ্গি বাজারের আগে অভিযান চালিয়ে সেলিমকে এবং তার স্ত্রীকে ৪০ হাজার ইয়াবা ও ১ লাখ ১০ হাজার নগদ টাকাসহ কক্সবাজার থেকে শহরমুখী হয়ে ঢাকায় পাচারের সময় তাদের দুই জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপ-পরিচালক মো. ইব্রাহিম খান।
তিনি আরো বলেন, সেলিম নিজেকে সাংবাদিক পরিচয় দিলে তা নিশ্চিত হওয়ার জন্য কক্সবাজার এলাকায় খবর নিলে সেলিম জিটিভি ইলেকট্রিক মিডিয়ার কক্সবাজার জেলার করেসপন্ডেট ও স্থানীয় পত্রিকা আজকের কক্সবাজার বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক বলে জানা গেছে। সেলিমকে থানায় মামলা দিয়ে হস্তান্তর করার প্রস্তুতি চলছে বলে জানায় এই মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তা।
অভিযোগ আছে, অবৈধ মাদক ব্যবসা করে ইতিমধ্যে সাংবাদিক নামধারি কলংক সেলিম কক্সবাজারের আদর্শ গ্রামে পাহাড় কেটে বহুতল ভবনও করেছে। তাছাড়া তার ভাড়া নেয়া আজকের কক্সবাজার বার্তা পত্রিকা কার্যালয়েও ইতিমধ্যে ইয়াবা ব্যবসায়ি কর্তৃক অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে।
সেলিমকে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন থেকে বহিষ্কার
প্রেস বিজ্ঞপ্তি :: কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য পদ থেকে জিটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ সেলিমকে বহিষ্কার করা হয়েছে। ফৌজধারী অপরাধে অভিযুক্ত হওয়ায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কার্য নির্বাহী কমিটির সভায় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।