শুক্রবার ● ২৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » করোনা আপডেট » সিরাজগঞ্জে স্বল্পমুল্যে কিডনী চিকিৎসা সেবা
সিরাজগঞ্জে স্বল্পমুল্যে কিডনী চিকিৎসা সেবা
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১৪ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৬মি.) সিরাজগঞ্জের কামারখন্দের খোকন চ্যারিটেবল ফাউন্ডেশন হসপিটালের উদ্যোগে স্বল্পমুল্যে কিডনী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ২৭ এপ্রিল শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজগঞ্জসহ আশপাশের প্রায় তিনটি জেলার ৪০জন রোগীকে সেবা প্রদান করা হয়। বাংলাদেশের প্রখ্যাত কিডনী রোগ বিশেষজ্ঞ ও কিডনী ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর ডা. হারুন অর রশীদ ও বাংলাদেশ কিডনী ফাউন্ডেশনের সহযোগি অধ্যাপক ডা. শাকিব উজজামান আরেফিন চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় রোগীদের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতা প্রদান করেন খোকন চ্যারিটেবল ফাউন্ডেশন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক তারিক আহমেদ ও উপ-পরিচালক ডা. দুলাল চৌধুরী।
খোকন চ্যারিটেবল ফাউন্ডেশন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক তারিক আহমেদ জানান, দরিদ্র-অসহায় মানুষদের স্বল্পমুল্যে উন্নতমানের চিকিৎসা সেবা প্রদানের জন্য কামারখন্দ উপজেলার প্রত্যন্ত অঞ্চল আলোকদিয়া গ্রামে হসপিটালটি স্থাপন করা হয়। হাসপাতালের ইনডোর ও আউটডোরের পাশাপাশি মাসে অন্তত দু-একবার মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন রোগের বিনামুল্যে ও স্বল্পমুল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহন করা হয়। হাসপাতালের চিকিৎসকের পাশাপাশি দেশের প্রখ্যাত চিকিৎসকরা মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। এ ধারাবাহিকতায় হাসপাতালে ২৭ ও ২৮ এপ্রিল দুদিন কিডনি রোগীদের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রথমদিনেই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজগঞ্জসহ বিভিন্নজেলার ৪০জন রোগী কিডনী চিকিৎসা সেবা গ্রহন করেছেন। ২৮এপ্রিল দিনভর ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করা হবে বলেও তিনি জানান।