শনিবার ● ২৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » গুনীজন » মুক্তিযোদ্ধা শামসুল হকের দাফন সম্পন্ন
মুক্তিযোদ্ধা শামসুল হকের দাফন সম্পন্ন
ঈশ্বরদী প্রতিনিধি :: (১৫ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৫মি.) জাতীয় সাংবাদিক সোসাইটি ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার সহসভাপতি ঈশ্বরদী ও মুক্তিযোদ্ধা শামসুল হক (৭০) গতকাল শুক্রবার রাত সোয়া নয়টায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তার নিজবাড়িতে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দু’ছেলে রেখে গেছেন। দীর্ঘদিন তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। শনিবার বাদ যোহর পূর্বটেংরী কবরস্থান মসজিদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। শামসুল হকের মৃত্যুতে সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সুপ্রিম কোর্টের আইনজীবি নেতা এ্যাড, রবিউল আলম বুদু, মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না ও আব্দুল খালেক,জাসদের পানা জেলা শাখার সাধারণ সম্পাদক রশিদুল আলম বাবু পাকশী শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাতীয় সাংবাদিক সোসাইটির সভাপতি ও নাট্যকার তৌহিদ আক্তার পান্না, সাংবাদিক ও এ্যাড.হেদায়েত উল হক, বাপ্পি রায়হান, আলাউদ্দিন জালাল, এ.কে আজাদ সেন্টু, আল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এবং সাপ্তাহিক বিজয়দীপ্ত ও সপ্তক সঙ্গীত বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।