শনিবার ● ২৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাগমারী চর অ আ ক খ স্কুলসহ চিকিৎসা কেন্দ্র উদ্বোধন
কাগমারী চর অ আ ক খ স্কুলসহ চিকিৎসা কেন্দ্র উদ্বোধন
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১৫ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৯মি.) সিরাজগঞ্জে যমুনা নদী তীরবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায় ও শিক্ষা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো দিচ্ছে রাইটস টু হেলথ এন্ড এডুকেশন ফাইন্ডেশন। রাইটস টু হেলথ এন্ড এডুকেশন ফাইন্ডেশনের অর্থায়নে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নে কাগমারী চর অ আ ক খ স্কুল ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১ টার দিকে স্কুল চত্বরে বিনা মুল্যে স্কুলের ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ ও বিনামুল্যে প্রায় শতাধিক চিকিৎসা বঞ্চিত দুস্থ্যদের চিকিৎসা প্রদান ও ওষুধ বিতারন করা হয়।
রাইটস টু হেলথ এন্ড এডুকেশন ফাইন্ডেশনের সভাপতি ডা. নাজমুল ইসলামের সভাপতিত্বে কাগমারী চর অ আ ক খ স্কুল ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র উদ্বোধন অনুষ্টানে প্রধাণ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সভার পৌরসভার মেডিক্যাল অফিসার ডা. কাজী আয়শা সিদ্দীকা বর্ণা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্কুলের সভাপতি সাবেক ইউপি সদস্য শাজাহান আলীসহ প্রমুখ।
এসময় চিকিৎসা সেবা প্রদান করেন ডা. কামাল, ডা. হাসান আল মামুন, ডা. পিয়াংকা মাহমুদ, ডা. ইশরাত জাহান লামিয়া, ডা. আতাউর রহমান ও ইরফান আলী ।
উল্লেখ্য সদর উপজেলার কাওয়াখোলা ইউনিয়নে ২০১৮ সালে স্থাপিত অ আ ক খ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি দরিদ্র ও অস্বচ্ছলতা জনগোষ্ঠীর স্বাস্থ্য ও শিক্ষার মত মৌলিক অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। পর্যাপ্ত ক্লাস রুম না থাকায় টিন সেট ঘরে বিদ্যুৎ সংযোগ না থাকায় তাপের মধ্যে সকাল নয়টা থেকে সকাল সারে এগারটা পর্যন্ত শিশু শ্রেণী থেকে ২য় শ্রেণী পর্যন্ত চলে প্রথম ব্যাচের পাঠদান। বারটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ৩য় শ্রেণী থেকে ৪র্থ শ্রেণীর ২য় ব্যাচের পাঠদান করা হয়।
ছাত্রছাত্রীদের শিক্ষা দান সহ বই, খাতা, কলম, স্কুল ড্রেস, রাইটস টু হেলথ এন্ড এডুকেশন ফাইন্ডেশন বহন করছে। স্কুলে শিক্ষাদান ও স্বাস্থ্য সেবা প্রদানে জমি দিয়ে সহযোগিতা করেছেন কাওয়াখোলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান আলী।
রাইটস টু হেলথ এন্ড এডুকেশন ফাউন্ডেশন ১জন প্রধান শিক্ষক ও ৪জন সহকারী শিক্ষক দ্বারা কাগমারি চর প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার স্কুলে শিশু শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত প্রায় ৮০ জন শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করছে।
রাইটস টু হেলথ এন্ড এডুকেশন ফাউন্ডেশন সংগঠন টি সারা বাংলাদেশে দরিদ্র ও অস্বচ্ছলত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও শিক্ষার মত মৌলিক অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। দুর্যোগ কালিন সময়ে ত্রাণ, পূর্নবাসন, চিকিৎসা সেবা, বিশুদ্ধ পানি ও স্যানিটারি ল্যাট্রিনের নিশ্চিত করা, নারীর ক্ষমতায়ন, দরিদ্র মুক্তিযোদ্ধাদের সন্তানদের শিক্ষা ব্যয় বহন করার কাজ করে থাকে।
রাইটস টু হেলথ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি ডাঃ নাজমুল ইসলাম জানান, দুর্গম যমুনার চরে এই ক্লিনিক টি স্থাপন করে টেক্সপ্রেগোর অর্থায়নে ঢাকা থেকে প্রতি সপ্তাহে এমবিবিএস ডাক্তার দল চরে গিয়ে দূস্থ্য ও অসহায় মানুষদের বিনামুল্য সেবা প্রদান করবে এছাড়া সেখানে সার্বক্ষণিক একজন প্যারামেডিক থাকবেন ও অসুস্থ রোগিদের বিনামুল্যে ওষুধ বিতরন করবেন।