শনিবার ● ২৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় জাতীয় লিগ্যাল এইড দিবস পালিত
লামায় জাতীয় লিগ্যাল এইড দিবস পালিত
লামা প্রতিনিধি :: (১৫ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৯মি.) লামায় জাতীয় লিগ্যাল এইড দিবস ২০১৮ পালিত হয়েছে। ‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে লামা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় সিনিয়র উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি’র নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে অংশ নেন লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, সিনিয়ন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, মো. আলী আক্কাছ, বিদ্যালয়ের ছাত্র, আইন জীবি, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
সাড়ে ১০টায় উপজেলা সভাকক্ষে আইনের সেবা প্রদানের বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার উপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. আলী আক্কাছ।
প্রধান অতিথি ছিলেন লামা পৌর মেয়র জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মোস্তাফা জামাল ও ইউপি চেয়ারম্যান সাছিংপ্রু মার্মা মিন্টু কুমার সেন। এসময় চৌকি আদালত লামা’র লিগ্যাল এইড এর সহায়তাকারী আইন জীবি এ্যাডভোকেট মৃদুল কান্তি বডুয়া এ্যাডভোকেট মামুন মিয়া, আইনজীবি সমিতিরি সভাপতি জামশেদ উদ্দিন ও সাধারন সম্পাদক মো. আফসার উদ্দিন।
অনুষ্ঠানে আইন সহায়তার উপর সূচনা বক্তব্য দেন এ্যাডভেকেট মামুন মিয়া।
সভায় বলা হয়, অস্বচ্ছল, অসহায় ও সামর্থ্যহীন, (যাঁদের বাৎসরিক আয় এক লাখ টাকা বা তার নীচে) মানুষকে সবধরণের মামলায় সরকারি খরচে আইনগত সহায়তা দেয়া হয়। বর্তমান সরকার বিগত মেয়াদে দেশের সুবিধা বঞ্চিত অসচ্ছল দরিদ্র জনগনকে আইনগত সহায়তা প্রদান আইন ২০০০’ নামক এ্কটি আইন প্রনয়ন করেছিল। এই আইনের আওতায় যারা দারিদ্র ও অসহায় এবং নিজ খরচে মামলা পরিচালনা করতে পারেন না তাদের জন্য সরকারি খরছে মামলা পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে।
সভার সভাপতি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. আলী আক্কাছ বলেন, সৎ চিন্তা, সৎকর্ম করা স্বার্থক মানুষগুলো মৃত্যুর পর এর সুফল পাবেন। সত্য ও অধিকার প্রতিষ্ঠায় নানান বঞ্চনার শিকার হয়েও সমাজে কিছু মানুষ অসহায়দের পাশে সব সময় থাকে। ওইসব ত্যাগি মানুষদের প্রতি তিনি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করে বলেন, ঠিক একই চেতণাবোধ থেকে সরকার অসহায় দরিদ্রদের আইনি সহায়তা দিতে একটি মহতি উদ্যাগ-এর সফল বাস্তবায়ন করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, স্থানীয় সরকারের প্রতিনিধিরা তৃণমূলে সরকারের প্রয়াসের ব্যাপক প্রচার করে এর সু-ফল ঘরে ঘরে পৌঁছাতে পারেন।
পৌর মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, সমাজে-ঘরে ঘরে প্রত্যেকে নারী ও শিশুর প্রতি সোহার্দপূর্ন হলে আইন শৃঙ্খলার উন্নতি হবে। একই সাথে আইনগত সহায়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উপর ব্যাপক প্রচারের আহবান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন সাংবাদিক মানবাধিকার কর্মি এম রুহুল আমিন, আদর্শ বালিকা উচ্চ্ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এম ইমতিয়াজ, মুহাম্মদ কামালুদ্দিন ও মো. রফিকুল ইসলাম প্রমূখ।