রবিবার ● ২৯ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে আজব ফুল দেখতে উৎসুক জনতার ভিড়
আত্রাইয়ে আজব ফুল দেখতে উৎসুক জনতার ভিড়
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (১৬ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০৩মি.) নওগাঁর আত্রাইয়ে এক আজব ফুলের সন্ধান পাওয়া গেছে। এ ফুল দেখতে এখন প্রতিদিন শত শত নারী পুরুষ ভিড় জমাচ্ছে। ফুলটি উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বড়শিমলা গ্রামের মানিক মন্ডল ওরফে ঝড়ুর বাড়ি সংলগ্ন স্থানে মাটি ফেটে বের হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়ুরবাড়ি সংলগ্ন বাড়ির উঠানের এক পাশে মাটি ফেটে একটি ফুল বের হতে দেখা যায়। পরদিন শুক্রবার সকালে ফুলটি আকারে আরো একটু বড় হয়। সন্ধ্যা হতে হতে ফুলটি অনেক বড় আকৃতির হয়ে যায়। অন্যান্য ফুলের সুগন্ধি থাকলেও এ ফুল থেকে চরম দুর্গন্ধ ছড়াতে থাকে।
এদিকে আজব এ ফুলের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার শত শত নারী পুরুষ ফুলটি দেখার জন্য প্রতিনিয়ত ভিড় জমাচ্ছে।
এ বিষয়ে বড়শিমলা গ্রামের সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম ও শাহাদৎ হোসেন বলেন, আমরা আমাদের বয়সে এ জাতীয় কোনো ফুল দেখিনি। এটি আমাদের কাছে খুব আশ্চর্যজনক বলে মনে হচ্ছে। এবং এই ফুলের ঘ্রাণ অন্য ফুলের তুলনায় অনেক গুন বেশি।
আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ কেএম কাওছার হোসেন বলেন, আমি এ বিষয়ে কোনো সংবাদ পাইনি। তবে আমার মনে হচ্ছে, এটি কোনো আগাছা হতে পারে। এমন আগাছা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে জন্মে থাকে, এখানে কৌতুহলের কিছু নেই।