রবিবার ● ২৯ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
রাঙ্গুনিয়ায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (১৬ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২০মি.) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বুদ্ধ পূর্নিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। রাঙ্গুনিয়া বুদ্ধ পূর্নিমা উদযাপন পরিষদের আয়োজনে শোভাযাত্রায় হাজারো বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ অংশ নেয়। আজ ২৯ এপ্রিল রবিবার সকাল আটটার দিকে শোভাযাত্রাটি সৈয়দবাড়ি কেন্দ্রীয় ধর্মচক্র বিহার থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। রাঙ্গুনিয়া বুদ্ধ পূর্নিমা উদযাপন পরিষদের সভাপতি বিমল জ্যোতি মহাস্থবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি ধর্মসেন মহাস্থবির, সাধারণ সম্পাদক সুমঙ্গল মহাস্থবির, ভিক্ষু কে. শাসনপ্রিয় থের, আর্য্যমিত্র থের, সুব্রত বড়ুয়া, অধ্যাপক সুশান্ত বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া, প্রণয় বড়ুয়া, মনিলাল তালুকদার, রূপক তালুকদার সাকু, তরুন বড়ুয়া, অরুন বিকাশ বড়ুয়া, নিখিল প্রসাদ বড়ুয়া, সতু বড়ুয়া, ঋদ্ধি বড়ুয়া, পূর্ন চন্দ্র মুৎসুদ্দী, এডভোকেট জয় বড়ুয়া, পলাশী মুৎসুদ্দী, শুক্লা মুৎসুদ্দী ও তুষার মুৎসুদ্দী প্রমুখ।
১২ মে রাঙ্গুনিয়া বুদ্ধ পূর্নিমা উদযাপন পরিষদের আয়োজনে বুদ্ধ পূর্নিমা উপলক্ষে সৈয়দবাড়ি কেন্দ্রীয় ধর্মচক্র বিহার মাঠে সকাল ৯ টা থেকে সংঘদান, অষ্ট পরিষ্কার দান ও সদ্ধর্মসভা অনুষ্ঠিত হবে।