রবিবার ● ২৯ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে যথাযোগ্য মর্যাদায় বুদ্ধ পূর্ণিমা পালিত
রাউজানে যথাযোগ্য মর্যাদায় বুদ্ধ পূর্ণিমা পালিত
রাউজান প্রতিনিধি :: (১৬ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৩মি.) আজ ২৫৬২ বুদ্ধাব্দ, ২৯ এপ্রিল ২০১৮ রবিবার শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব । এ উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। ২৫৬১ বুদ্ধ বর্ষকে বিদায় দিয়ে ২৫৬২ বুদ্ধ বর্ষকে বরণ করলেন বৌদ্ধ সম্প্রদায়। গৌতম বুদ্ধের শুভ জন্ম , বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ এই ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সকল বৌদ্ধ সম্প্রদায়ের কাছে এটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্ম মতে আজ থেকে ২৫৬১ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ মানবের কল্যাণে এই জগতে আবির্ভূত হয়েছিলেন। তাঁর জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অপর নাম হয় বুদ্ধ পূর্ণিমা।
এই উপলক্ষে সারা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের মতো বাংলাদেশের রাউজান উপজেলার বৌদ্ধ ধর্মাবলম্বীরাও বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এ উপলক্ষে রাউজান উপজেলার ইদিলপুর গ্রামে গোবিন্দ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাক্যমুনি বিহারে সকাল ১০ টায় অষ্টাবিংশতি বুদ্ধ পূজা ও সংঘদান এবং বিশেষ ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধর্মীয় আলোচনা সভায় অংশ নিয়ে এই বিহারেরই বিহার অধ্যক্ষ শ্রীমৎ বিমলানন্দ মহাথের জগতের সকল প্রাণী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জীবনে সুখ শান্তি ও মঙ্গল কামনায় মৈত্রী চিত্তে শুভেচ্ছা ও পূণ্য দান করেন এবং এই বিহারের আবাসিক ভিক্ষু সংঘরত্ন মহোদয় তাঁর ধর্ম দেশনায় বলেন-যে কোন বিপদে অন্য কোন কিছুর স্মরণ না নিয়ে বুদ্ধ ধর্ম সংঘ এর স্মরণ নিতে বলেন। ধর্মই পারে একমাত্র রক্ষা করতে। কোন অবস্থাতেই যেন গৃহীরা পঞ্চশীল থেকে বিচ্যুতি না হয় সেই উপদেশ দেন।
আজ ব্দ্ধু পূর্ণিমা উপলক্ষ্যে এক বিশাল মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি রাউজানের ৬নং বিনাজুরী ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নোয়াপাড়া, পাহাড়তলী হয়ে রাউজান জলিলনগর বাসস্ট্যান্ড হয়ে গহিরা মিয়ার ঘাঁটা হয়ে আবার বিনাজুরী ইউনিয়ন কার্যালয় অফিসের সামনে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রাটি উদ্বোধন করেন, ৬নং বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, এই সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য শ্যামল বড়ুয়া, সাংবাদিক নয়ন বড়ুয়া, রঞ্জন বড়ুয়া , জুনু বড়ুয়া, সিকু বড়ুয়া ও সুভাষ বড়ুয়া প্রমুখ।