সোমবার ● ৩০ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের স্মরন সভায় বক্তারা ভয়াল ২৯ এপ্রিলের দুঃসহ স্মৃতি আজো কাঁদায়
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের স্মরন সভায় বক্তারা ভয়াল ২৯ এপ্রিলের দুঃসহ স্মৃতি আজো কাঁদায়
চট্টগ্রাম প্রতিনিধি :: (১৭ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১২.৩১মি.) চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে ২৯ এপ্রিল ১৯৯১ স্মরনে স্মরনসভা ও দোয়া মাহফিল আজ ২৯ এপ্রিল গতকাল রবিবার সন্ধ্যা ৬ টায় নগরীর মোমিন রোডস্থ কার্যালয়ে অনু্ষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন- ফুলকলি ফুড প্রোডাক্টস লি-এর জিএম এম এ সবুর।
সভায় বক্তারা বলেন- ১৯৯১ সালের ভয়াল আর্তনাদ দিনের দুঃসহ স্মৃতি আজো মানুষকে নীরবে নিভৃতে কাঁদায়। স্বাধীনতাযুদ্ধ পরবর্তী বাঙালি জাতীর জন্য ১৯৯১ সালের ২৯ এপ্রিল ছিল চরম সংকটময় মুহুর্ত।
বক্তারা আরো বলেন- আজকের দিনের মত তথ্য প্রযুক্তিসমৃদ্ধ হলে ভয়াল সেই ২৯ এপ্রিলে অনেক মানুষকে প্রানে বাঁচানো সম্ভব হত। আজ তথ্য প্রযুক্তির আধুনিকায়নের ফলে ২৯ এপ্রিলের চেয়ে ভয়ানক দুর্যোগেও জাতি সংকট কেঁটে উঠতে পারবে।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সংগঠনের দপ্তর সম্পাদক আবু ছালেহ, উপ-অর্থ সম্পাদক রুপন দত্ত, উপ- প্রচার সম্পাদক রাজিব চক্রবর্তী, নাগরিক নিউজ বিডি ডটকম সম্পাদক আ ন ম সানাউল্লাহ, সিটিজি পোষ্টের ব্যবস্থাপনা সম্পাদক জামাল উদ্দিন, নির্বাহী সদস্য শহীদুল ইসলাম ও হোসেন মিন্টু, দেশবার্তার প্রকাশক হাজী জসিম উদ্দিন, ধানসিঁড়ি সম্পাদক কে এম সাইফুল ইসলাম, সিটিজির পোষ্টের সহ-সম্পাদক মিলন বারিকদার, দেশবার্তার সহ-সম্পাদক তরুন বিশ্বাস অরুন, কবি জান্নাতুল ফেরদৌস সোনিয়া, অভিযাত্রী সম্পাদক সোহেল, অনলাইন সাংবাদিক কুতুব উদ্দিন রাজু ও শাহীন সোহেল প্রমুখ।
স্মরনসভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন-সংগঠনের দপ্তর সম্পাদক আবু ছালেহ।