মঙ্গলবার ● ১ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত- ৩ আহত- ১০
ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত- ৩ আহত- ১০
ময়মনসিংহ অফিস :: (১৮ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১১মি.) ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের পিলার ভর্তি একটি ট্রাককে অভারটেক করার সময় পেছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার ১ মে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিডস্টোর ড্রাইভার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ময়মনসিংহ সদরের নামা কাতলাসেন গ্রামের তাজাম্মল হকের ছেলে তোফায়েল আহাম্মেদ (৩০) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আবদুর রহমানের ছেলে ফারুক (২৮)। নিহত অপর জন নারী। তার পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ভালুকা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠিয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহে থেকে ছেড়ে আসা সৌখিন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরে উপজেলার ড্রাইভার পাড়া এলাকায় পৌছালে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের পিলার ভর্তি একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসটি পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই ৩ জন মারা যান। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।