মঙ্গলবার ● ১ মে ২০১৮
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে মহান মে দিবস পালিত
ঈশ্বরদীতে মহান মে দিবস পালিত
ঈশ্বরদী প্রতিনিধি :: (১৮ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪০মি.) ঈশ্বরদীতে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ মে মঙ্গলবার সকালে মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক সমিতি,সিএনজি চালক ইউনিয়ন এবং রাজমিস্ত্রি সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শহরে প্রতিবাদ র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য দেন, পাবনা জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মানিক মিয়া,মোটর শ্রমিক ইউনিয়ন ঈশ্বরদী শাখার সভাপতি আলতাব হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও আব্দুর রাজ্জাক, সিএনজি চালক সমিতির সভাপতি শ্রী অপূর্ব কুমার অপু ও সাধারণ সম্পাদক সোহেল রানা, রাজমিস্ত্রি সমিতির সভাপতি আব্দুল বারী ও সাধারণ সম্পাদক সুজন আলী প্রামাণিক,অটোবাইক চালক সমিতির সভাপতি আশরাফ উদ্দিন,সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন,মাস্টার শিমুল,ভাষা প্রামানিকসহ অন্যরা। সমাবেশে শ্রমিক নেতারা শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ জানিয়ে বলেন,চব্বিশ ঘন্টা দায়িত্ব পালন করানোর পর মালিকরা আট ঘন্টারও মজুরি দেননা।