বুধবার ● ২ মে ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে পিসিপি‘র নেতা অপহৃত
পানছড়িতে পিসিপি‘র নেতা অপহৃত
পানছড়ি প্রতিনিধি :: (১৯ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২১মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা পিসিপি‘র এক নেতাকে অপহরণের খবর পাওয়া গেছে। গত ২৬ এপ্রিল বৃহস্পতিবার সকালের দিকে কলেজ গেইট এলকায় এ ঘটনা ঘটে।
বিশ্বাস্ব একটি সূত্র মতে জানাযায়, ২৬ এপ্রিল সকাল বেলা পিসিজেএসএস (এমএন লারমা) গ্রুপ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি উপজেলা কমিটির দপ্তর সম্পাদক মানেক চাকমা পানছড়ি ডিগ্রী কলেজ এলাকায় ঘুরতে যায়। সেখান থেকে পানছড়ি শান্তিপুর অরন্য কুটিরে (পালা সিয়ং) যাওয়া জন্য পূন্যর্থীদের পিক আপ গাড়িতে করে কুটিরে পৌছে। কুটির থেকে নিজ বাড়ি ডাঙ্গাবাজার যাওয়া পথে ১২ জন ইফপিডিএফ‘র সশস্ত্র সদস্যদের সামনে পড়লে মানেক চাকমা‘কে অপহরণ করা হয়। ২৭ এপ্রিল দুপুরে মানেক চাকমা‘র হাত পিছনে বেধেঁ খাগড়াছড়ি‘র ভাইবোনছড়া ইউনিয়ন এর বড়ইতলি দিকে নিয়ে যায় এবং বিকাল দিকে বড়ইতলি থেকে ১২ সদস্যের ইউপিডিএফ সশস্ত্র সদস্যরা তাকে নিয়ে খাগড়াছড়ি ভাইবোনছড়া ইউনিয়ন এর পাকুজ্জ্যাছড়ি উদ্দেশ্যে রওনা হয় বলে সূত্রটি দাবী করেছে। মানেক চাকমা পানছড়ি সরকারী কলেজে কমার্সের (বিএম) এইসএসসি পরীক্ষার্থী। তার পিতার নাম বিমল চাকমা, বাড়ি পানছড়ি উপজেলার ডাঙ্গা বাজার এলাকায়।
জেএসএস এম এন লারমা সংগঠনটির কেন্দ্রীয় যুব সমিতি‘র সূত্র মতে আরো জানাযায়, ২৮শে এপ্রিল সন্ধ্যাঁয় পানছড়ি ইউনিয়ন কুড়াদিয়াছড়া হুরো ফার্মের ১০জন অস্ত্রধারী গ্রামে ঢুকে পিসিজেএসএস (এমএন লারমা) দলের কর্মী ও সমর্থক পরিবারগুলোকে হুমকি দিয়েছে সেলেন্ডার করতে আরো বলেছে সেলেন্ডার না করতে পরবর্তী যেখানে পাবে হত্যা করবে। একই সাথে পানছড়ি ইউনিয়ন কুড়াদিয়াছড়া পিসিজেএসএস এম এন লারমা কর্মী ও সমর্থকদের আজ খাগড়াছড়ি ভাইবোনছড়া ইউনিয়ন পাকুজ্জ্যাছড়িতে দেখা করার আল্টিমেটাম দিয়েছে ইউপিডিএফ। এই রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃতকে মুক্তি দেওয়া হয়নি।
পিসিজেএসএস এম এন লারমা কমিটির সভাপতি প্রশান্ত চাকমা বলেন, আমি শুনেছি অপহরণ করা হয়েছে তবে উদ্ধার হয়েছে কি না তা জানি না।