বুধবার ● ২ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ভালুকায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
ভালুকায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
ময়মনসিংহ অফিস :: (১৯ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৮মি.) ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মারুয়াশালা জুলুপ্লাজা রোড এলাকায় মাজেদা খাতুন (৪৫) নামে এক মহিলাকে তার পাষন্ড স্বামী নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয়রা স্বামী হেলাল উদ্দিনকে (৬৫) আটক করে পুলিশে সোপর্দ করে। এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে নাজমুল হক বাদি হয়ে ভালুকা মডেল থানায় তার বাবা হেলাল উদ্দিনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করলে পুলিশ সংশ্লিষ্ট মামলায় স্বামী হেলাল উদ্দিনকে গ্রেফতার দেখায়। হেলাল উদ্দিন উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মারুয়াশালা জুলুপ্লাজা রোড এলাকার বাসিন্দা কৃষক মৃত উমর খাঁর ছেলে।
আজ ২ মে বুধবার সকালে পুলিশ ওই নারী মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার আগে মঙ্গলবার রাত সাড়ে ১২টার সময় মাজেদা মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে ছেলের বউ রোজিনার সঙ্গে শাশুড়ি মাজেদা খাতুনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এ সময় শ্বশুর হেলালউদ্দিন ক্ষিপ্ত হয়ে মাজেদা খাতুন, ছেলে নাজমুল ও মেয়ে রাহিমাকে লাঠি ও বাঁশের খাটিয়া দিয়ে মারধর করে। গুরুতর আহত মাজেদাকে বিনা চিকিৎসায় বাড়িতে রেখে দেয়া হয়। মঙ্গলবার বিকালে মাজেদা অজ্ঞান হয়ে পড়লে তাকে সিডস্টোর বাজারে পল্লী চিকিৎসকের কাছ নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে রাত সাড়ে ১২টার সময় মাজেদা মারা যান।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, চার দিন আগে পারিবারিক কলহের জের ধরে মাজেদাকে তার স্বামী হেলাল বেধড়ক ভাবে পিটিয়ে গুরুতর আহত করে কোন চিকিৎসা না করিয়ে বাড়িতেই রেখে দেয়। তার গায়ে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। সেই নির্মম আঘাতের যন্ত্রণায় মাজেদা মঙ্গলবার দিনগত মধ্যরাতে মারা মারা যান।
পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মাজেদা দুই কন্যা ও এক ছেলে সন্তানের জননী এবং হেলালের প্রথম স্ত্রী বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।