বুধবার ● ২ মে ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে যৌতুকের জন্য গৃহবধু নির্যাতন : স্বামী আটক
খাগড়াছড়িতে যৌতুকের জন্য গৃহবধু নির্যাতন : স্বামী আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৯ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩৫মি.) খাগড়াছড়িতে যৌতুকের জন এক গৃহবধুর উপর স্বামীর অমানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এঘটনায় স্বামী মাসুদকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের মেহেদিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রোকেয়ার উপর প্রতিদিন নির্যাতন হয়। কিন্তু মাসুদ এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করে না। তবে স্বামী মাসুদ বলছে, স্ত্রীর উপর নির্যাতনের অভিযোগ সত্য নয়।
নির্যাতনের শিকার স্ত্রী রোকেয়া বেগম জানায়, নোয়াখালীর জামালপুর গ্রামে তার বাবার বাড়ি। বাবার নাম সালামত উল্লাহ। মাত্র ১৫ বছর বয়সে তার বিয়ে দেয় পরিবার। আজ থেকে পাঁচ বছর আগে খাগড়াছড়ি শহরের মেহেদীবাগের ফয়েস আহমেদের ছেলে মাসুদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য তার উপর নির্যাতন চলতো। পিতা মারা যাওয়ার পর সে আরও অসহায় হয়ে পড়ে। পাঁচ বছরের সংসারে রোকেয়া দুই সন্তানের জননী হলেও নির্যাতনের মাত্রা একটুও কমেনি। দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে সব নির্যাতন সহ্য করে যাচ্ছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদত হোসেন টিটো জানায়, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মাসুদকে আটক করে। তিনি আরো বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।