বৃহস্পতিবার ● ৩ মে ২০১৮
প্রথম পাতা » দিনাজপুর » শিক্ষার মান ঠিক করুন : গণশিক্ষা মন্ত্রী এ্যাড মোস্তাফিজুর রহমান
শিক্ষার মান ঠিক করুন : গণশিক্ষা মন্ত্রী এ্যাড মোস্তাফিজুর রহমান
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (২০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩৮মি.) প্রাথমিক শিক্ষায় ৩০ হাজার কোটিসহ দেশে শিক্ষাখাতে সরকারের ব্যয় ৬৮ হাজার কোটি টাকা।
বর্তমান সরকারের আমলে শিক্ষকদের বেতন বহুগুণ বৃদ্ধি হলেও শিক্ষার মানের আশানুরূপ বৃদ্ধি ঘটেনি। শিক্ষার মান ঠিক করুন। বেলাইচন্ডী মৈত্রী জুনিয়র স্কুলের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির ভাষণদান কালে শিক্ষকদের উদ্দেশ্যে কথাগুলো বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড: মোস্তাফিজুর রহমান। আওয়ামীলীগ সরকার সরকারী চাকুরেদের এতো বেশী বেতন দিয়েছে যা বলতেও তারা ভয়পায়। প্রকৃত বেতন জানলে যদি প্রতিবেশীরা সাহায্য বা হাওলাদ চায় সেই ভয়ে তারা প্রকৃত বেতন বলেনা। বিএনপি আমলের সাথে বেতনের তুলনা করতে গিয়ে এই কথা বলেন তিনি। আজ ৩ মে সকাল ১০ টায় ওই অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউ এন ও রেহানুল হক,সহকারী জেলা শিক্ষা অফিসার আহসান হাবিব, ডিজিএম পল্লী বিদ্যুৎ মজিবুল হক মিলন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী হাফিজুল ইসলাম প্রাং,সাধারণ সম্পাদক (পিপিএম) বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ও অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) ইমতিয়াজ কবীর প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালন করেন মৈত্রী বেপ্রাবি’ র সহকারী শিক্ষক শাহজাহান আলী সাজু।