শুক্রবার ● ৪ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
চট্টগ্রাম প্রতিনিধি :: আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়।
এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান হলো- ‘কিপিং পাওয়ার ইন চেক : মিডিয়া, জাস্টিজ এন্ড রোল অব ল’।
১৯৯৩ সাল থেকে জাতিসংঘের ঘোষণার পর প্রতিবছর ৩ মে দিনটি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সাংবাদিক সমাজও তাদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এই দিবসটি পালন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে।
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে সংগঠনের মোমিন রোডস্থ কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের মভাপতিত্বে আজ ৩ মে বৃহস্পতিবার সন্ধ্যায় অনু্ষ্ঠিত হয়।
সভায় বক্তারা সুষ্ঠুভাবে পেশাগত দায়িত্ব পালনে পরিবেশ সৃষ্টির জন্য সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উপ-প্রচার সম্পাদক রাজিব চক্রবর্তীর সঞ্চালনায় বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপ-কর কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী।
আলোচনায় অংশ নেন, দৈনিক বায়েজিদ প্রকাশক হাবিবুর রহমান, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল, যুগ্ম সম্পাদক স ম জিয়াউর রহমান, উপ-অর্থ সম্পাদক রুপন দত্ত, নির্বাহী সদস্য হোসেন মিন্টু, যায়যায়কালের ষ্টাফ রিপোর্টার সেলিম উদ্দিন, সিটিজি পোষ্টের বিশেষ প্রতিনিধি সি আর বিধান বড়ুয়া ও স্টাফ রিপোর্টার কুতুব উদ্দিন রাজু প্রমুখ।