শুক্রবার ● ৪ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নানিয়ারচরে এডভোকেট শক্তিমান চাকমার রক্তের দাগ না শুকাতেই আবারও দুর্বৃত্তদের গুলিতে নিহত-৫ : আহত-৮
নানিয়ারচরে এডভোকেট শক্তিমান চাকমার রক্তের দাগ না শুকাতেই আবারও দুর্বৃত্তদের গুলিতে নিহত-৫ : আহত-৮
ষ্টাফ রিপোর্টার :: (২১ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৩৭মি.) গতকাল বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সংস্কারপন্থী পার্বত্য জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের সহ-সভাপতি এডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যার রক্তের দাগ না শুকাতেই আজ শুক্রবার আবারও রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার আর্মি পাড়া নামক স্থানে বেতছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ৫ জন নিহত এবং ৮জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানায়, আজ শুক্রবার বেলা বারোটার দিকে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার দুর্বৃত্তদের গুলিতে নিহত নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সংস্কারপন্থী পার্বত্য জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের সহ-সভাপতি এডভোকেট শক্তিমান চাকমা’র দাহ অনুষ্ঠানে যোগ দিতে একটি মাইক্রোবাসে করে বেশ কয়েকজন শক্তিমান চাকমা’র অনুসারীরা রাঙামাটির আসার পথে এ আক্রমন।
আজ শুক্রবার ৪ মে বেলা ১২ টার দিকে গাড়িটি নানিয়ারচর উপজেলার আর্মি পাড়া নামক স্থানে বেতছড়িতে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে গুলি ছুঁড়ে। দুর্বৃত্তদের ছোঁড়া গুলি মাইক্রোবাসের চালকের গায়ে প্রথমে লাগলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এসময় গাড়িটি ঘটনাস্থলে উল্টে যায়। তারপর দুর্বৃত্তরা এলোপাথারি গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই ৩ জন আদিবাসী জনগোষ্ঠীর সদস্য নিহত হয় এবং দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে মারাত্মক ভাবে ৯ জন আহত হয়।
নিহতরা হলেন : পার্বত্য চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রিটিক ফ্রন্ট (ইউপিডিএফের-গণতান্ত্রিক) আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা (৫২), সংস্কারপন্থী পার্বত্য জনসংহতি সমিতি (পিসিজেএসএস-এমএন লারমা) যুব সমিতির কেন্দ্রীয় সদস্য তনয় চাকমা(৩১), মহালছড়ি যুব সমিতির সভাপতি সুজন চাকমা(৩০),সেতু লাল চাকমা (৩৬) এবং মাইক্রোবাসের চালক মো. সজিব (৩৫)।
তাৎক্ষনিক খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নেয়া হলে হাসপাতালেই মাইক্রোবাসের চালক বাঙালী জনগোষ্ঠীর সদস্য নিহত হয় বলে খাগড়াছড়ি জেনারেল হাসপাতাল মেডিকেল অফিসার ডা. নয়নময় ত্রিপুরা সূত্রে নিশ্চিত করেন, তিনি আরো জানান, হাসপাতালে ১০জনকে আনা হলে ২জন মারা যায়। আশংকাজনক হওয়ায় আহতদের ৪জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।