মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গুরুদাসপুরে ভূয়া পুলিশ আটক
গুরুদাসপুরে ভূয়া পুলিশ আটক
নাটোর প্রতিনিধি :: ২২ সেপ্টেম্বর : ৫ বছর পূর্বে ঘুষ কেলেঙ্কারীতে চাকুতিচু্যত শ্রী রিপন কুন্ডু (৩৫) পুনরায় পুলিশ অফিসার পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় হাতে নাতে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা বিশ্বারোড মোড়ের একতা কাউন্টারের ম্যানেজার খালেদ মাহমুদ হিরো সহ স্থানীয়রা ৷
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কাছিকাটা বিশ্বারোড মোড়ের একতা কাউন্টারে পুলিশ অফিসার পরিচয় দিয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জের নাম ভাঙ্গিয়ে ওই কাউন্টারের ম্যানেজার খালেদ মাহমুদ হিরোর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে নগদ ৫ হাজার টাকা চাঁদা নেয় ৷ পরে একতা কাউন্টার ম্যানেজারের কাছে ওই ভূয়া পুলিশের গতিবিধি সন্দেহজনক হলে গুরুদাসপুর থানায় ফোন করেন এবং তাত্ক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে ৷ শ্রী রিপন কুন্ডু সিরাজগঞ্জের উল্লাপাড়ার স্বর্গীয় অনিল কুন্ডুর ছেলে ৷
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতারক ভূয়া পুলিশের বিরুদ্ধে মামলা রজু করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে ৷ আপলোড : ২২ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.৫৮ মিঃ