মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জের মহাসড়কে প্রাণ হারালো একই পরিবারের ৮জন
সিরাজগঞ্জের মহাসড়কে প্রাণ হারালো একই পরিবারের ৮জন
আশরাফুল ইসলাম রনি,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি::সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্যাংকলরি ও নসিমনের মূখোমূখী সংঘর্ষে একই পরিবারের ৮জন যাত্রী নিহত এবং কমপক্ষে ১৫জন আহত অপরদিকে একই মহাসড়কে দুপুর ১২টার দিকে বাসের ধাক্কায় এক সিএনজি যাত্রী নিহত ও ৫জন আহত হয়েছে ৷
১৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে শাহজাদপুরের নগরবাড়ী-বগুড়া মহাসড়কের গারাদহ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে৷ নিহতদের মধ্যে ৭জনের নাম পাওয়া গেছে ৷ এরা হলেন অঞ্জনা (২৫),অযুফা (৬০), মকবুল হোসেন (৪০),সোবাহান আলী (৩৫), বন্যা (১০), জালাল হোসেন (৪০), রেনু খাতুন (৩৫) ও ফিরোজ হোসেন (২৭)৷ এরা সকলেই শাহজাদপুরের স্থানীয় বাসিন্দা৷ শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, সুন্নতে খাত্নার অনুষ্ঠানে যোগদান করার জন্য ১৭জন যাত্রী বোঝাই একটি নসিমন বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উঠে৷ নসিমনটি হাটিকুমরুল মোড় যাওয়ার পথে সকাল সাড়ে ৬টার দিকে বিপরীতমূখী একটি ট্যাংকলরি বাঘাবাড়ী তেল বন্দরে যাওয়ার পথে গারাদহ এলাকায় মূখোমূখী সংঘর্ষ হয়৷
এতে ঘটনাস্থলেই নসিমনের চালকসহ ৫জন নিহত হয়৷ হাসপাতালে নেয়ার পথে আরো ৩জন মারা যায়৷ আহতদের অবস্থা গুরুতর হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ পুলিশ ট্যাংকলরিটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়৷ এ ঘটনার পর সকাল ৯টা পর্যন্ত ওই মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে৷ অপরদিকে দুপুর ১২টার দিকে একই এলাকায় একটি বাস চাপায় সিএনজি চালিত অটোরিক্সার এক যাত্রী নিহত হয়েছে৷ তাত্ক্ষনিক নিহতের পরিচয় পাওয়া যায় নি৷