শুক্রবার ● ৪ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » আনন্দ মুখর পরিবেশে সিটিজি পোষ্ট এর প্রতিষ্ঠা বার্ষিক পালিত
আনন্দ মুখর পরিবেশে সিটিজি পোষ্ট এর প্রতিষ্ঠা বার্ষিক পালিত
চট্টগ্রাম প্রতিনিধি :: (২১ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৪মি.) আপনার সংবাদ নির্ভয়ে সাহসিকতায় আমরা এগিয়ে স্লোগান নিয়ে প্রচারিত পাঠক নন্দিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিটিজি পোষ্ট এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৬ষ্ট বর্ষ পর্দাপনে আলোচনা সভা ও বর্ষপূর্তি উৎসবের আয়োজন করা হয়। আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। অনুষ্টানে বক্তরা বলেন, সিটিজি পোষ্ট আমাদের দেশের সাধারণ মানুষের তথ্য চাহিদা, বিনোদ চাহিদা, শিক্ষা চাহিদাসহ সামাজিকসাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে মানুষে চাহিদা পূরণে যেভাবে দায়িত্ব পালন করে চলেছে তা অত্যন্ত প্রশংসনীয়। শুরু থেকেই পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করছে। এ পত্রিকার খবর ও বিশ্লেষণধর্মী লেখাগুলো প্রশংসার দাবি রাখে। সিটিজি পোষ্টের ব্যবস্হাপনা সম্পাদক মো. জামাল উদ্দিন’র সভাপতিত্বে আজ ৪ মে শুক্রবার বিকাল ৫টায় নগরীর কদম মোবারক রোডস্হ চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব মিলায়তনে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি ছিলেন চবির অধ্যাপক ড.জিনবোধি ভিক্ষু, আন্তজার্তিক পুরস্কার প্রাপ্ত গৃহায়ন লি: এর এমডি প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া, ফুলকলি ফুট প্রোডাক্টস লি: জিএম এমএ সবুর, সংগঠক মো. জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মুখতাদের আজাদ খান।
অতিথিরা আরো বলেন সিটিজি পোষ্ট নিরপেক্ষতার সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ সব সংবাদ, প্রকাশ করে চলেছে। পত্রিকাটির এই বস্তুনিষ্ঠতা অব্যাহত থাকলে আগামী দিনে সিটিজি পোষ্ট আরও লাখো পাঠকের মন জয় করবে। বাংলাদেশে সাংবাদিকতা পেশা ঝুঁকিমুক্ত নয়। তা সত্ত্বেও সিটিজি পোষ্ট সুশাসনের অনুপস্থিতি, দুর্নীতি এবং বিভিন্ন সরকারি দফতরের নিয়মবহির্ভূত কার্যকলাপের তথ্য উদঘাটন করে চলেছে। পত্রিকাটির এ সাফল্য একনিষ্ঠ কর্মীদের পেশাদারিত্বের কারণেই সম্ভব হয়েছে। বক্তরা বলেন,বিশ্বাস করি, সিটিজি পোষ্ট পাচঁ বছরে যে ধারায় চলেছে, আগামী দিনে সেই ধারা আরও প্রাঞ্জল ও শক্তিশালী হবে। সিটিজি পোষ্ট সামনে পদ চলার সাফল্য কামনা করি। সংগঠক সুমন চৌধুরী উপস্হাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্পাদক স ম জিয়াউর রহমান, আরো বক্তব্য রাখেন সহ সম্পাদক মিলন বারিক দার, মো. হারুন উর রশিদ, সাজিব বড়ুয়া সাজু, চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল, দৈনিক দেশবার্তা সম্পাদক কাজী আবু সালেহ, দৈনিক দেশ বার্তা প্রকাশক হাজী জসিম উদ্দিন, প্রানের বাংলাদেশ বার্তা সম্পাদক আকাশ ইকবাল, ক্রাইম ডায়েরি বিভাগীয় ব্যুরো মো. হোসন মিন্টু, ক্রাইম ডায়রি চট্টগ্রাম ব্যুরো জুয়েল রানা, প্রকৌশলী সঞায় কুমার দাশ, কবি আসিফ ইকবাল, নারী নেএী শাহানা আরা বেগম প্রমুখ।
এসময় আরো উপস্হিত ছিলেন রিপোর্টার আরিফ চৌধুরী, বিধান বড়ুয়া, লায়ন ডা. বরুন কুমার আচার্য, মো. কুতুব উদ্দিন রাজু, রাজিব চক্রবর্তী, দলিল আহমদ ফারুকী, মোহরম আলী সুজন, মো. হারুন, মো. শাহাদাত হোসেন, রুবেল বড়ুয়া, কালিম শেখ, নুরুল আমিন, সেলিম বাহাদুর, রিহাবুল আলম লিটন ও জান্নতুল ফেরদৌস সোনিয়া।
আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে উৎসব পালন করা হয়। পরে সিটিজি পোষ্টের সম্পাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠন ফুলকলি ফুট প্রোডাক্টস লি:,গৃহায়ন লি:, চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশন, দৈনিক দেশবার্তা,ক্রাইম ডায়রি, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল,চট্টগ্রাম সাহিত্য পাঠচক্র,দেশ বিদেশ,কুটাকালি ওয়েল ফেয়ার এসোসিয়েশন,বাংলাদেশ সনাতনী সম্প্রাদায় উন্নয়ন সংস্হা, দৈনিক সকালে আলো, বর্তমান বাংলা খবর,চট্টগ্রাম প্রাথমিক দন্ত চিকিৎসক কল্যান সমবায়সমিতি,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাএ-ছাএী পরিষদ, একমুটো বৌদ্ধ তরুন।