মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » গাজীপুরে শিক্ষার্থীদের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
গাজীপুরে শিক্ষার্থীদের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি::ফরম পুরণে অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় এম ই এইচ আরিফ কলেজের শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে৷
১৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ওই কলেজের ৫শতাধিক শিক্ষার্থী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে অবস্থান নেয় এবং বিভিন্ন শ্লোগান দিয়ে অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদ জানায়৷
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে প্রায় ৩ ঘন্টা ওই মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল পৌণে ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা অবরোধ অব্যহত রেখেছে এবং যানচলাল বন্ধ রয়েছে৷ মহাসড়কে কলেজের বেঞ্চ দিয়ে ব্যারিকেট দিয়ে রাখে শিক্ষার্থীরা৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও আন্দোলনরত শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরাতে পারেনি৷
এমইএইচ আরিফ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী কানিজ, নাবিলা, ফারজানা, সায়কা, জুঁই ও ফাওজিয়া প্রতিনিধিকে জানায়, ফরম পূরণের জন্য ২ হাজার টাকা করে নেওয়ার নিয়ম থাকলেও আমাদের কাছ থেকে ১২ হাজার টাকা নেওয়া হচ্ছে৷ আমরা আগামী ২০১৬ সালের জুন মাস পর্যন্ত বেতন পরিশোধ করেছি এরপরও আমাদের কাছ থেকে ৮ হাজার টাকা নেওয়া হচ্ছে অতিরিক্ত ফি’র টাকা না দিলে আমাদের পরীক্ষা দেয়া বন্ধ করে দেবে বলে হুমকি দেন শিক্ষকরা৷
দ্বিতীয় বর্ষের ছাত্র মোশারফ হোসেন জানায়, ফরম পূরণের জন্য আমাদের আশপাশের কলেজগুলোতে ২ থেকে ৩ হাজার টাকা নিচ্ছে অথচ আমাদের কাছ থেকে ১২-১৩ হাজার টাকা নেওয়া হচ্ছে৷ রেজিস্ট্রেশন বাবদ ২ হাজার টাকা এবং উন্নয়ন ফি ২ হাজার ৪০ টাকা নিচ্ছে৷ এই কলেজে পড়তে গেলে শুধু টাকাই দিতে হয়৷
সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, দুপুর থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে৷ তাদের শান্ত করা যাচ্ছে না৷ ঘটনাস্থলে পুলিশ রয়েছে ৷ প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এভাবে থাকলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল পুরো বন্ধ হয়ে যাবে৷