শনিবার ● ৫ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ইউপিডিএফ ও পিসিজেএসএস’কে নিষিদ্ধের দাবীতে ৭ মে থেকে তিন পার্বত্য জেলায় ৪৮ ঘণ্টার হরতাল আহব্বান করেছে পিবিসিপি
ইউপিডিএফ ও পিসিজেএসএস’কে নিষিদ্ধের দাবীতে ৭ মে থেকে তিন পার্বত্য জেলায় ৪৮ ঘণ্টার হরতাল আহব্বান করেছে পিবিসিপি
প্রেস বিজ্ঞপ্তি :: পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এর সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক শাহাদাৎ ফরাজী সাকিব অনলাইন গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উপজাতি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ও পিসিজেএসএস’র সন্ত্রাসী কর্মকাণ্ডে পাহাড় আজ অশান্ত।গত ১৬ এপ্রিল ২০১৮ ইং খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি নামক এলাকায় মাটিরাঙা উপজেলার তিন বাঙ্গালী ব্যাবসায়ী উপজাতি সন্ত্রাসী দ্বারা অপহৃত হন। আজ অপহরণের ২১ তম দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত অপহৃতরা উদ্ধার হয়নি।অন্যদিকে গতকাল রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলাস্থ নিরীহ বাঙ্গালী গাড়িচালক সজিব হাওলাদারকে পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসীগোষ্ঠী ব্রাশ ফায়ার করে নির্মমভাবে হত্যা করে। যার দায়ভার কোন ভাবেই পার্বত্য অঞ্চলের অঞ্চলের উপজাতি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ও পিসিজেএসএস’ এড়াতে পারে না। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ (পিবিসিপি) হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতীবাদ জানান। উপজাতি সন্ত্রাসীদের এমন স্বাধীন ও দেশদ্রোহী সন্ত্রাসী কর্মকাণ্ডে বাঙ্গালীদের পাশাপাশি সাধারণ উপজাতি পর্যন্ত হত্যা, ধর্ষণ, খুন, গুম, চাঁদাবাজি দিন দিন অতিমাত্রায় ক্রমান্বয়ে বেড়েই চলছে। তাই এসব উপজাতি সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে,গত ১৬ এপ্রিল ২০১৮ ইং, খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি নামক এলাকায় মাটিরাঙা উপজেলার তিন বাঙ্গালী ব্যাবসায়ীকে অনতিলম্ব নিঃশর্ত মুক্তি এবং গতকাল রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলাস্থ নিরীহ বাঙ্গালী গাড়িচালক সজিব হাওলাদারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার পূর্বক বিচারের দাবী ও পার্বত্য অঞ্চল থেকে উপজাতি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ‘ইউপিডিএফ ও পিসিজেএসএস’কে নিষিদ্ধের দাবীতে আগামী কাল ৬ মে-২০১৮ রবিবার তিন পার্বত্য জেলায় কালো পতাকা মিছিল ও প্রতীবাদ সমাবেশ এবং আগামী ৭ মে-২০১৮ সোমবার থেকে ৮ মে-২০১৮ মঙ্গলবার পর্যন্ত তিন পার্বত্য জেলায় (রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দারবান) পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এবং পার্বত্য নাগরিক পরিষদ যৌথভাবে ৪৮ ঘণ্টার সম্পূর্ণ শান্তিপূর্ণ হরতাল কর্মসূচী ঘোষণা করেন ।
পার্বত্য চট্টগ্রাম সন্ত্রাসমুক্ত করার লক্ষে এ কর্মসূচীতে তিন পার্বত্য জেলার (রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবান) এর সকল স্তরের জনগণকে সর্বাত্মক এবং শান্তিপূর্ণভাবে পালনের আহব্বান জানান।