শনিবার ● ৫ মে ২০১৮
প্রথম পাতা » খেলা » ঈশ্বরদীতে ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে ক্রীড়াসামগ্রী প্রদান
ঈশ্বরদীতে ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে ক্রীড়াসামগ্রী প্রদান
ঈশ্বরদী প্রতিনিধি:: (২২ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৪মি.) আজ শনিবার বিকেলে ঈশ্বরদীর আলহাজ্ব টেক্সটাইল মিল ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল টুর্ণামেন্টে ঐতিহ্যবাহী মিত স্পোর্টস ট্রেনিং সেন্টার একাদশ ঈশ্বরদীর সেরা হিরোশিমা স্পোর্টিং ক্লাব একাদশকে ২-০ গোলে পরাজিত করে। প্রথমার্ধের খেলার ১৭ মিনিটের মাথায় মিত স্পোর্টস ট্রেনিং সেন্টার একাদশের স্টাইগার রুহুল আমিন প্রথম ও মিডফিল্ডার রিমন ২৬ মিনিটে গোলটি করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে ধবংস প্রায় ঈশ্বরদীর ক্রীড়াঙ্গনকে চাঙ্গা ও বিমুখ থাকা যুবকদের খেলার মাঠে ফিরিয়ে আনতে আয়োজন করা হয় ফুটবল,জার্সি ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানের। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,তরুণ প্রজন্মের অহংকার বিশিষ্ট ক্রীড়ামোদি সমাজ সেবক ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,জাতীয় সাংবাদিক সোসাইটি ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও জনকন্ঠের স্টাফ রিপোর্টার তৌহিদ আক্তার পান্না। হিরোশিমা স্পোর্টিং ক্লাবের সভাপতি শিমুল আহসানের সভাপতিত্বে উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, এএসসির কোচ শাহীন আহমেদ ও ডা. নুরুল ইসলাম বক্তব্য দেন। পরে প্রধান অতিথি ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু খেলায় অংশ গ্রহণকারী দু’দলের খেলোয়াড়দের উন্নয়ন কল্পে দশটি ফুটবল,বাইশটি উন্নতমানের জার্জি ও নগদ অর্থ প্রদান করেন।