রবিবার ● ৬ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » রাউজানে টিনের ছাদ কেটে দোকান চুরি
রাউজানে টিনের ছাদ কেটে দোকান চুরি
রাউজান প্রতিনিধি :: (২৩ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৮মি.) চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মুন্সির ঘাটা গেইট সংলগ্ন ইউসুফ ষ্টোর নামে মুদির দোকান গতকাল ৫ মে শনিবার দিবাগত রাত্রে টিনের ছাদ কেটে লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল এবং নগদ টাকা চুরি হয়েছে। ইউসুফ ষ্টোরের স্বত্ত্বাধিকারী মো. রাসেল বলেন- গতকাল ৫ মে রোজ শনিবার রাত ১১টা পর্যন্ত সে দোকানে কেনাবেচা করে। এরপর দোকান বন্ধ করে সে বাড়ি যায়। আজ সকাল ১০ ঘটিকায় এসে দোকান খুলে দেখে তার দোকানে উপরের টিনের ছাদ কাটা। পরে দোকানে রাখা টাকা পয়সা ও মালামাল হিসাব করে দেখে সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়ে গেছে।
উল্লেখ্য এর আগেও একাধিক বার তার দোকান চুরি হলেও সে থানা পুলিশকে আরেক ঝামেলা মনে করে আইনের আশ্রয় নেয়নি। রাসেলের মতো অনেকেই থানা পুলিশকে ঝামেলা মনে করে আইনের আশ্রয় নিতে চান না। সে রকমই রাউজানের আরেক দোকানদার রঞ্জন বড়ূয়া। কিছুদিন আগে তার চায়ের দোকান চুরি হয়েছিল। নগদ টাকা এবং দামি মালামাল সব মিলিয়ে প্রায় ৪০,০০০ টাকার মতো চুরি হলেও সেও আইনের আশ্রয় নেয়নি। এই দু’জনের মতো আরো অনেকেই আইনের আশ্রয় না নেওয়াটা একদিকে যেমন প্রশাসনের প্রতি সাধারণ মানুষের অনাস্থার বহিঃপ্রকাশ, অন্যদিকে এইসব ঘটনা প্রশাসনের নজরে না আনলে প্রশাসনও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে অন্ধকারে থাকে।