মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গাজীপুর সফরে বিশ্ব ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
গাজীপুর সফরে বিশ্ব ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি::বাংলাদেশের গাজীপুরে সফররত বিশ্ব ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. কৌশিক বসু বাংলাদেশে মোবাইল ব্যাংকিং কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন৷ তিনি বলেছেন, ‘এখানে আধুনিক পরিবেশবান্ধব ভবনে স্থাপিত কারখানায় শ্রমিকরা কাজ করছেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন পাচ্ছে, তা পৃথিবীতে বিরল৷
গাজীপুরের ভোগড়া এলাকায় ভিয়েলা টেক্স গ্রুপের লিড সার্টিফিকেট গোল্ড ক্যাটাগরির গ্রিন ফ্যাক্টরি ইকু কুটুর পরিদর্শন শেষে ১৫ ডিসেম্বর মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট৷
তিনি আরও বলেন, ‘এ দেশে ফাইনান্সিয়াল ট্রানজেকশন যেভাবে হচ্ছে, যেভাবে তা ব্যবহার করছে এটাও পৃথিবীতে খুব কম জায়গায় হচ্ছে৷ ক্যাশ টাকার প্রয়োজন নেই, কেউ কেউ বিকাশের মাধ্যমে টাকা হসত্মানত্মর করতে পারে৷ নিরাপত্তার ঝুঁকিও নেই৷’
এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, ভিয়েলা টেক্সের চেয়ারম্যান ডেভিট হাসনাত, বিকাশের সিইও কামাল কাদেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷
ড. আতিউর রহমান আশা প্রকাশ করে বলেন, ‘মোবাইল ব্যাংকিং এক সময় ই-ব্যাংকিংয়ে রূপ লাভ করবে৷’