সোমবার ● ৭ মে ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » সজিব হত্যা : খাগড়াছড়িতে রেন্ট-এ কার চালক সমিতি’র কর্মবিরতি
সজিব হত্যা : খাগড়াছড়িতে রেন্ট-এ কার চালক সমিতি’র কর্মবিরতি
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৪ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মি.) রাঙামাটির নানিয়ারচরে শক্তিমান চাকমার শেষকৃত্যে যাত্রী নিয়ে যাওয়ার পথে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত মাইক্রোবাস চালক নিহত মো. সজিব হাওলাদার এর হত্যাকারীদের বিচারের দাবীতে ১২ ঘন্টার কর্মবিরতি পালন করছে খাগড়াছড়ি রেন্ট-এ কার চালক সমিতি।
আজ সোমবার সকাল থেকে শহরের পৌর টাউন হলে কর্মবিরতি পালনের মধ্য দিয়ে সহকর্মী হত্যার বিচার দাবীসহ সরকারের কাছে নিহতের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপুরণের দাবী জানান উপস্থিত নেতৃবৃন্দরা। এ সময় দ্রুত সময়ের মধ্যে খুনীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানে প্রশাসন ব্যর্থ হলে কঠোর কর্মসূচী দেওয়ার হুশিয়ারী জানান পরিবহণ শ্রমিকরা।
সংগঠনের সাধারণ সম্পাদক কামাল হোসেন জানান, হত্যাকারীদের গ্রেফতারে প্রশাসন ব্যর্থ হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টা কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। এ সময় কর্মবিরতি কালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ইউনুছ মিয়া,খাগড়াছড়ি রেন্ট-এ কার চালক সমিতির সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম। পরে পৌর টাউন হলে খাগড়াছড়ি রেন্ট-এ কার চালক সমিতির কার্যালয়ে কোরআনে খতম,বাদ জোহর মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়।
প্রসঙ্গত, গত ৪ মে রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যাত্রী নিয়ে যাওয়ার পথে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে বেতছড়িতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে অন্য ৪জনের সাথে মাইক্রোবাস চালক সজিব হাওলাদারও নিহত হন।