সোমবার ● ৭ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালী ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করার অভিযোগে থানায় জিডি
কাউখালী ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করার অভিযোগে থানায় জিডি
কাউখালী প্রতিনিধি :: (২৪ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫২মি.) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সরকারী ব্যাবহ্নত মোবাইল নামাবরটি ক্লোন করার অভিযোগে আজ সোমবার উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক কাউখালী থানায় সাধারন ডায়েরী করার খবর পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী অফিসার এ,এম,জহিরুল হায়াতের করা সাধারন ডায়েরী সুত্রে জানা যায় ৬ মে-২০১৮ ইং রাত ৯টার সময় অজ্ঞাত নামা দুবৃত্তরা তার অফিসের ব্যবহ্নত সরকারী মোবাইল নাম্বার ০১৫৫৭৬৭৬২১৬ ক্লোন করে অফিস সহকারী সুভাশিষ চাকমার ব্যাক্তিগত মোবাইল নাম্বারে ০১৮৬৮৪৯৪৪৪৬ এ ফোন করে বিকাশের মাধ্যমে এক হাজার টাকা চায়। অন্যদিকে একই দিনে রা ৯.৪০ মিনিটে আমার সেই সরকারী মোবাইল নাম্বার হতে ফোন করে আমার অফিসের সরকারী সিএ বরুন চাকমার ব্যাক্তিগত মোবাইল নাম্বাারে ০১৫৫০৬০১৪৯২ কাছে বিকাশের মাধ্যমে এক হাজার টাকা পাঠানোর জন্য বলেন। তৎক্ষনাৎ অফিস সহকারী এবং সিএ সাহেব বিষয়টি সন্দেহ হলে সংগে সংগে উপজেলা নির্বাহী অফিসার এ,এম জহিরুল হায়াতকে ফোন দিলে বিষয়টি ধরা পড়েন। পরক্ষনে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার কাউখালী থানায় একটি সাধারন ডায়েরী করেন। কাউখালী সাধারন ডায়েরী নাম্বর-২২০,তারিখ ৬/০৫/২০১৮ ইং।
বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক থাকার জন্য এবং এ ধরনের কোন ফোন ফেলে সংগে সংগে উপজেলা নির্বাহী অফিসার কাউখালীকে জানানোর জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।