সোমবার ● ৭ মে ২০১৮
প্রথম পাতা » শিরোনাম » ১ কোটি পোষ্টার টানিয়ে তাক লাগিয়ে দিন : অতিরিক্ত পুলিশ সুপার
১ কোটি পোষ্টার টানিয়ে তাক লাগিয়ে দিন : অতিরিক্ত পুলিশ সুপার
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৪ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৯মি.) সিলেটের বিশ্বনাথে মাদক জুয়ার ও সকল অপরাধ কর্মকান্ডের বিরোদ্ধে সচেতনতামূলক ১ কোটি পোষ্টার লাগিয়ে জানান দিন বিশ্বনাথে সকল অপরাধ জনগনই রুখবে। এমন ব্যতিক্রমি একটা উদ্যোগ নিয়ে পুরো দেশকে তাক লাগিয়ে দিন। তখন অপরাধিরা আর অপরাধ করতে সাহস পাবেনা।
আজ ৭ মে সোমবার বিকেলে বিশ্বনাথ থানা আয়োজিত ‘ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন) ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া একথা বলেন। অনুষ্টানে আগত অতিথি, সাংবাদিকবৃন্দ ও জনসাধারণের বিভিন্ন অভিযোগ ও বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, থানার পুলিশ যদি কোন অপরাধের সাথে জড়িত থাকে তাহলে উর্দ্ধতন কর্মকর্তাদের জানান তাৎক্ষনিক এর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, বিশ্বনাথের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপজেলাকে বিট পুলিশিং-এর আওতায় এনে প্রতিটি ইউনিয়নে একজন পুলিশ কর্মকর্তা প্রতি সপ্তাহে ইউনিয়ন কার্যালয়ে এসে জনগনের অভিযোগ শোনার ব্যবস্থার আশ্বাস দেন।
এসময় উপস্থিত বক্তরা বিশ্বনাথের লামাকাজী পয়েন্টে পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক পুলিশ বাড়ানো এবং আসন্ন পবিত্র রমজানকে ঘিরে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশকে আরো সজাগ থাকার আহবান জানানো হয়।
থানার অফিসার্স ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম এর সভাপতিত্বে থানার কম্পাউন্ডে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।
বিশ্বনাথ থানা তদন্ত অফিসার মোহাম্মদ দুলাল আকন্দের পরিচালনায় আরোও বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস, প্রবীণ সাংবাদিক ও কলামিষ্ট এ এইচ এম ফিরোজ আলী, আ’লীগের অর্থ সম্পাদক নুরুল ইসলাম, সাংবাদিক প্রনঞ্জয় বদ্য অপু, যুবলীগ নেতা সিতার মিয়া, রুহেল খান, জাপা নেতা জয়নাল আবেদীন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নবীন সোহেল ও সাংবাদিক আব্বাস হোসেন ইমরান। এসময় বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।