সোমবার ● ৭ মে ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সনদপত্র বিতরন
খাগড়াছড়িতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সনদপত্র বিতরন
ক্রীড়া প্রতিবেদক :: (২৪ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৫মি.) খাগড়াছড়িতে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে স্কুল ছাত্রদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে খাগড়াছড়ি শিশু একাডেমি মিলনায়তনে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ।
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু একাডেমির কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
এ প্রশিক্ষণে মোট ৩টি বিদ্যালয়ের ৩০ জন ছাত্র অংশ গ্রহন করে সনদপত্র গ্রহন করে। হিসাবে দায়িত্বে ছিলেন ক্রীড়া শিক্ষক কংচাইরী মারমা।