মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বিশ্বনাথে বিরল প্রজাতির ৪টি পেঁচা উদ্ধার
বিশ্বনাথে বিরল প্রজাতির ৪টি পেঁচা উদ্ধার
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি::সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার বিরল প্রজাতির (বিলুপ্ত) ৪টি পেঁচা উদ্ধার করা হয়েছে৷ উপজেলার পশ্চিম শ্বাসরাম জামে মসজিদ থেকে ওই পেঁচাগুলো উদ্ধার করেন গ্রামবাসি৷ পেঁচা উদ্ধারের খবরে উত্সুক জনতা ভীড় করেন জামে মসজিদে৷ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও মত্স্য অফিসারকে জানানো হয়েছে৷
পশ্চিম শ্বাসরাম জামে মসজিদের মোতায়াল্লি মো. জিলু মিয়া জানান, ওয়াজ মাহফিলের মাইক বসাতে গিয়ে দেখা যায় মসজিদের (মিনারায়) মাইকের স্থানে বসা ৪টি বিরল প্রজাতির পেঁচা৷ পরে এগুলো বের করে নিয়ে আসা হয়৷
নেছার আহমদ মুজিব জানান, পেঁচা উদ্ধারেরখবরে মসজিদে ভীড় করেন উত্সুক জনতা৷ পরে পেঁচাগুলোকে স্থানীয় সাংবাদিক তজম্মুল আলী রাজুর জিম্মায় দেয়া হয়েছে৷
সামাজিক বনায়ন নার্সারী কেন্দ্র বিশ্বনাথ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর হাসান পাটান বলেন, পেঁচা গুলো আমার কাছে হস্তান্তর করা হয়েছে৷ তিনি বলেণ ওই পেঁচাগুলো বিলুপ্ত হয়ে গেছে৷ এগুলো সিলেটের খাদিম বন ভুমিতে অবমুক্ত করা হবে৷
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেন, পেঁচাগুলো বন বিভাগের কর্মকর্তারা নিয়ে গেছেন৷ এগুলো খাদিম বন ভুমিতে অবমুক্ত করা হবে৷