মঙ্গলবার ● ৮ মে ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়ি ইউপি’র নতুন ভবন উদ্বোধন করলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
পানছড়ি ইউপি’র নতুন ভবন উদ্বোধন করলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
পানছড়ি প্রতিনিধি :: (২৫ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩০মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাস্থ ৩নং পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের নব নির্মিত ভবনের উদ্বোধন করেছে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
উদ্বোধন শেষে আজ ৮ মে মঙ্গলবার দুপুর ১২টা থেকে পানছড়ি ইউপি সংলগ্ন ঈদগা মাঠে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব এর পরিচালিত ও ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহম্মদ খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আদনান আকতারুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম, জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, অফিসার ইনচার্জ (প্রশাসন) মো. মিজানুর রহমান, উত্তম চন্দ্র দেব (তদন্ত), উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. বাহার মিয়া ও সাধারণ সম্পাদক জয়নাথ দেব প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বলেন, যারা জগতের সকল প্রাণীর শান্তি কামনা করে তারা কিভাবে ভ্রাতিঘাতি সংঘাতে লিপ্ত হয়। সকলের অধিকার নিশ্চিত করতে তিনি সবাইকে ঐক্য হওয়ার আহবান জানান এবং দেশের উন্নয়নের জোয়ার ধরে রাখতে নৌকায় মার্কায় ভোট চান।
প্রসঙ্গত, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের তত্ববধানে ৮৮লাখ ৯৭ হাজার ৪শত ৮২টাকা ব্যায়ে ভবনটি নির্মাণ করা হয়।