মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » বিবিধ » শুয়োরের কাজ সু-বাঁশ করিয়াছে!
শুয়োরের কাজ সু-বাঁশ করিয়াছে!
ইজ্জত আলী ::একটি সাজানো বাগানে শুয়োর ছাড়িয়া দিলে যেমন তছনছ করিয়া ফেলে । তেমনিই অনলাইন নিউজ পোর্টাল মালিক/সম্পাদকদের একটি জনপ্রিয় সংগঠন তছনছ করিয়া ফেলিবার জন্য সু-বাঁশ নামে এক মনুষ্যরূপী শুয়োর ষড়যন্ত্র অব্যহত রাখিয়াছে । অনৈতিক কর্মকান্ড ও সংগঠন বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে নিউজ পোর্টাল মালিকদের সংগঠন হইতে ঝাটাইয়া বিদায় করিবার পরও নির্লজ্জের মত পুরনো পদ আঁকড়াইয়া থাকিতে বেহায়ার মত ঘেউ ঘেউ করিতেছে।
সু-বাঁশ এমনি এক শুয়োর যে, আপন ছোট ভাইয়ের সংসার তছনছ করিয়ায় ক্ষ্যান্ত হয় নাই, সে কয়েক মাস আগে তাঁর বাসায় পালিত কুকুরের গাঁয়ে স্বাধীন বাংলার পতাকা জড়াইয়া তাহার ছবি তুলিয়া নিজের ফেসবুক আইডিতে পোষ্টিং দেয়া ছিল । তাহার এলাকার মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ জনতা সু-বাঁশকে জুতা পিটা করিতে উদ্যত হইলে চামড়া বাঁচাইতে সে তড়িঘড়ি করিয়া ছবিটি প্রত্যাহার করিয়া নেয় । ইহার পর তাহার ছোট ভাই-এর পরিবারকে ফাঁসাইয়া দিবার জন্য তাহার নিয়ন্ত্রণাধীন পত্রিকায় মিথ্যা প্রচার করে যে, তাহার ছোট ভাই এর নাবালিকা কন্যা ভুল করিয়া ইহা করিয়াছে । সু-বাঁশ কত্তবড় শুয়োর এইবার বুঝিয়া লন।
তাহার ছোট ভাই (শ.সাহা) জানাইয়াছে সু-বাঁশের লাম্পট্যের কাহিনী স্বজনরাসহ এলাকাবাসী জানিয়া ফেলায় কোন ভালো পরিবার তাহার সহিদ মাইয়া বিবাহ দেয় নাই । অনেক খোঁজা খুজির পর উত্তরবঙ্গের মাঝ বয়সী এক নারীকে বিবাহ করাইতে হয় । তাহার স্ত্রী লাম্পট্যের কাহিনী জানিয়া ফেলিলে শুরু হয় দাম্পত্য কলোহ । নিজ কন্যাসন্তানও তাহাকে ঘৃনা করে লাম্পট্যের কারণে । গত বছর তাহার অফিসের দুই নারী কর্মচারিকে কু-প্রস্তাব করিলে তাহারা চাকরি ছাড়িয়া দেয় ।
সু-বাঁশ লম্পটের সাথে যোগ দিয়াছে আরো দুই লম্পট । তাহার মিলিয়া যাহা করিতেছে তাহাতে অনেকেই বলিয়াছেন উহারা “এল পার্টি ” খুলিলেই ভালো করিতেন।
সু-বাঁশ নামের এই শুয়োরের মিথ্যাচার ও ষড়যন্ত্র প্রতিহত করিতে হইবে সকলে মিলিয়া ।