বুধবার ● ৯ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে পাসপোর্ট সংগ্রহ করতে এসে দুই রোহিঙ্গা নারীসহ মহিলা দালাল আটক
ময়মনসিংহে পাসপোর্ট সংগ্রহ করতে এসে দুই রোহিঙ্গা নারীসহ মহিলা দালাল আটক
ময়মনসিংহ অফিস :: (২৬ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.৪২মি.) ময়মনসিংহে তথ্য গোপন করে পাসপোর্ট সংগ্রহ করতে এসে রোহিঙ্গা নারী রমিছা (৩০),সালমা খাতুন (২৬) এবং তাদের বাংলাদেশি মহিলা দালাল সাবিকুন্নাহার (২২)কে আটক করেছে পুলিশ ।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) খন্দকার শাকের আহমেদ জানান, গতকাল সোমবার (৭ মে) বিকেলে ওই তিন নারীকে কোতোয়ালি মডেল থানা পুলিশ আটকের পর জিজ্ঞাসাবাদ ও তাদের আবেদনপত্রে উল্লেখিত বিভিন্ন তথ্যাদি পরীক্ষা করে দেখছেন।
ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, ভুয়া পরিচয় দিয়ে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহের সময় উপ-পরিচালক নুরুল হুদা’র ওই নারী দু’জনের পরিচয় নিয়ে সন্দেহ হয় । পরে তাদের তিনি জিজ্ঞাসাবাদ করেন। তাতে দুই রোহিঙ্গা নারীর দেয়া তথ্যে গরমিল পাওয়া যায়। ওই দু’নারী নিজেদের বিবাহিত পরিচয় দিলেও তারা নিজ নিজ স্বামীর নাম বলতে পারেননি। পরে উপ-পরিচালক তাদের বাংলাদেশি পরিচয় যাচাইকালে ভুয়া তথ্যের সত্যতা পেয়ে সোমবার দুপুরে রোহিঙ্গা দুই নারীসহ তাদের সাথে আসা এক মহিলা দালালকে পাসপোর্ট অফিসে আটকের ব্যবস্থা করেন। পরে পাসপোর্ট অধিদপ্তরের প্রধান অফিসে যোগাযোগের পর সোমবার বিকেলে ওই তিন নারীকে পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি।
ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক নুরুল হুদা জানান, ওই দুই রোহিঙ্গা নারীর একজন ঢাকা,অন্যজন দিনাজপুরের ঠিকানা ব্যবহার করেছেন। আর দালাল সাবিকুন্নাহার ঢাকার সাভারের বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল ইসলাম এ ব্যাপারে বলেন, দুই রোহিঙ্গা নারী কুতুপালং আশ্রয় শিবিরে থাকেন বলে জানিয়েছেন। গত পাঁচ মাস আগে সাভারে এসে একটি পোশাক কারখানায় চাকরি নিয়েছেন। সেই সূত্রে নারী দালাল সাবিকুন্নাহারের সাথে পরিচয়। কুতুপালং থানার ওসির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হচ্ছে বলে আরও জানান তিনি।