বুধবার ● ৯ মে ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » জাল টাকাসহ কঙ্গোর’র ২ নাগরিক গ্রেফতার
জাল টাকাসহ কঙ্গোর’র ২ নাগরিক গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৬ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.৫৪মি.) গাজীপুরের কাপাসিয়া উপজেলা থেকে জাল টাকা, জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুই বিদেশিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৭ মে সোমবার উপজেলার তরগাঁও ইউনিয়নের মিয়ারবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই ভাইকে আটক করা হয়েছে। মাত্র
গ্রেফতারকৃতরা হলেন : কঙ্গোর নাগরিক আলপন্স কেডি (৪৫),ফাইসাতু সুলতানা, কাপাসিয়া উপজেলার মৈশন উত্তরপাড়া গ্রামের সোলাইমানের ছেলে আলমগীর হোসেন ও সোহান হোসেন।
কাপাসিয়া থানার এসআই মো. শাহজাহান ও স্থানীয়রা জানান, ওই বিদেশিরা ইতোপূর্বে আলমগীরের বাড়িতে আসেন এবং পোল্ট্রি ফার্ম করার জন্য জমি ক্রয়ের প্রস্তাব দেন। সোমবার একজন দোভাষীসহ তারা আবার আলমগীরের বাড়িতে আসেন। জমি ক্রয়ের লেনদেনের সময় জাল টাকার বিষয় নিয়ে তাদের মধ্যে বচসা হয়। আশপাশের লোকজন টের পেয়ে থানায় খবর দেয়। পরে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১ লাখ ২ হাজার টাকা মূল্যমানের জাল নোট, কয়েক প্যাকেট জাল টাকা তৈরির কাগজ উদ্ধার করা হয়। দুই বিদেশিকে গ্রেফতার করা হয়। আলমগীর ও তার ভাই সোহানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার এক পর্যায়ে ওই দোভাষী পালিয়ে যায়।
তিনি আরো জানান, ওই বিদেশিরা বাংলাদেশে অবস্থান করার বৈধ কাগজপত্র বা পাসপোর্ট দেখাতে পারেননি।