বৃহস্পতিবার ● ১০ মে ২০১৮
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » বাধার মধ্যেও উত্তোলন হল সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্রুপের মনোনয়নপত্র
বাধার মধ্যেও উত্তোলন হল সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্রুপের মনোনয়নপত্র
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২৭ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৬মি.) হুমকি ও বাধার মধ্যেও উত্তোলন হল সিরাজগঞ্জ ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্রুপের দ্বি বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র । আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিউ ঢাকা রোডের নিজেস্ব কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিকগ্রুপ কার্যালয়ে আলহাজ্ব আব্দুল কাদের শেখ ও সোহরাব আলী সুজার প্যানেলের প্রার্থীরা মনোনয়ন তুলতে গেলে মো. বেলাল হোসেন ও গোলাম রব্বানী ডাবলু গং বাধা দেয়। এসময় তাদের সাথে এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে র্যাব পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে মনোনয়ন উত্তোলন করা হয়।
নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান এ্যাড. মো. রেজাউল করিম তালুকদার, সদস্য আব্দুল মতিন খান চৌধুরী ও সেলিম আহমেদসহ সংগঠনের সিনিয়র সদস্যবৃন্দ উপস্থিত থেকে মনোনয়নপত্র বিতরন করেন।
নির্বাচন বোর্ড সূত্রে জানা যায়, সভাপতি পদে দুজন প্রার্থী মনোনয়পত্র উত্তোলন করেছেন। এরা হলেন আব্দুল কাদের শেখ ও বেলাল হোসেন। সহ-সভাপতি পদে ৪ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরা হলেন আব্দুল হক মিয়া, এইচ এম আলমগীর কবির, স্বপন কুন্ডু ও জিন্নাতুল সম্রাট। সাধারণ সম্পাদক পদে তিনজন মনোনয়নপত্র উত্তোলন করেছেন সোহরাব আলী সূজা, গোলাম রব্বানী ডাবলু ও রেজাউল করিম লিটন। সহ-সাধারণ সম্পাদক পদে ৫ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরা হলেন রফিকুল ইসলাম, শাহাদৎ হোসেন বুদ্দিন, সাইফুল ইসলাম, হাজী শাহীন ও আনোয়ার হোসেন রতন এবং কোষাধ্যক্ষ পদে জহুরুল ইসলাম ও আতিকুর রহমান সোহেল মনোনয়নপত্র উত্তোলন করেছেন। সড়ক ও প্রচার সম্পাদক ২জন । মনিরুজ্জামান মনি ও আবদুহ আল মামুন। সাংগঠনিক সম্পাদক পদে ২জন আনোয়ার হোসেন ও রুহুল আমিন সোহাগ। দপ্Íর সম্পাদক পদে ২জন মাহাতাব উদ্দিন ও রিয়াদ রহমান। সদস্য ফয়সাল হায়দার , নওশাদ আলী, নাছির উদ্দিন, এস এম প্রিন্স বাবু, রফিকুল ইসলাম, রাশেদুল হাসান, আরজু মনোনয়নপত্র উত্তোলন করেন।
প্রসঙ্গত: আগামী ৩০ জুন ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্র“পের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন বোর্ড। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৯ মে, যাচাই-বাছাই ২৩ মে, চুড়ান্ত তালিকা প্রকাশ ৩১ মে এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩ জুন।